বাবুই পাখি, বাসাটা তার
গাছের ডালে গড়ে,
একটুখানি হাওয়া এলেই,
এদিক-ওদিক নড়ে।
খেজুরপাতা চিরে ওরা
আপন বাসা বোনে,
মনের ব্যথা, দুঃখ কথা
রয় হৃদয়ের কোণে।
খিদে পেলে ঝাঁকে ঝাঁকে
এগাঁও ওগাঁও যায়,
ইচ্ছেমত ঘুরেফিরে,
খাবার খুঁজে খায়।
সারাটি দিন এদিক-সেদিক
সাঁঝের বেলা ফেরে,
এমনি করে দিন কেটে যায়,
বাবুই পাখির নীড়ে।
গাছের ডালে গড়ে,
একটুখানি হাওয়া এলেই,
এদিক-ওদিক নড়ে।
খেজুরপাতা চিরে ওরা
আপন বাসা বোনে,
মনের ব্যথা, দুঃখ কথা
রয় হৃদয়ের কোণে।
খিদে পেলে ঝাঁকে ঝাঁকে
এগাঁও ওগাঁও যায়,
ইচ্ছেমত ঘুরেফিরে,
খাবার খুঁজে খায়।
সারাটি দিন এদিক-সেদিক
সাঁঝের বেলা ফেরে,
এমনি করে দিন কেটে যায়,
বাবুই পাখির নীড়ে।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন