সাদা মেঘের ভেলা আমার হারিয়ে গেলো
পথের মাঝে ছোট্ট বালক খুঁজে পেলো-
হয়তো ছিলো অনেকটা ভুল
হয়তো ছিলো ঝরা বকুল
সাদা মেঘের ভেলা আমার হারিয়ে গেলো।
কোথায় খুঁজে পাবো আমি নগর মাঝে
আমার ছায়া-
হারিয়ে গেছে বালকবেলায় সাদামেঘের
সজল মায়া।
কোথায় গেছে সাদা মেঘের জীবন আমার
সাদা সাদা দুঃখগুলি-
শরৎ এলে মনে পড়ে সাদা মেঘের
ব্যথার ঝুলি।
পথের মাঝে ছোট্ট বালক খুঁজে পেলো-
হয়তো ছিলো অনেকটা ভুল
হয়তো ছিলো ঝরা বকুল
সাদা মেঘের ভেলা আমার হারিয়ে গেলো।
কোথায় খুঁজে পাবো আমি নগর মাঝে
আমার ছায়া-
হারিয়ে গেছে বালকবেলায় সাদামেঘের
সজল মায়া।
কোথায় গেছে সাদা মেঘের জীবন আমার
সাদা সাদা দুঃখগুলি-
শরৎ এলে মনে পড়ে সাদা মেঘের
ব্যথার ঝুলি।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন