টিপটিপ বৃষ্টি
শরতের সৃষ্টি
লোকে বলে কৃষ্টি
খুব ভালো ইষ্টি।
শরতের নীল
আকাশের দিল
বড় বেশি মিল
মাছ ভরা বিল।
শরতের হাল
গাছে পাকা তাল
পড়ে দেয় ফাল
নড়ে ওঠে চাল।
শরতের হাসি
ফুল রাশি রাশি
রাখালের বাঁশি
সুরে যায় ভাসি।
শাদা শাদা ফুল
নদীর দুকূল
করতে ব্যাকুল
পুতুলের চুল।
শরতের সৃষ্টি
লোকে বলে কৃষ্টি
খুব ভালো ইষ্টি।
শরতের নীল
আকাশের দিল
বড় বেশি মিল
মাছ ভরা বিল।
শরতের হাল
গাছে পাকা তাল
পড়ে দেয় ফাল
নড়ে ওঠে চাল।
শরতের হাসি
ফুল রাশি রাশি
রাখালের বাঁশি
সুরে যায় ভাসি।
শাদা শাদা ফুল
নদীর দুকূল
করতে ব্যাকুল
পুতুলের চুল।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন