ছিঁচকাঁদুনে সর্দিমাখা বর্ষা ঋতু শেষে
দিচ্ছে উঁকি শরত্ ঋতু মিটমিটিয়ে হেসে।
শিশির ভেজা সিক্ত পথে শান্ত ছেলের বেশে
যাচ্ছে শরত্ আলতো পায়ে শুভ্র মেঘের দেশে।
জুঁই-চামেলি- হাস্নুহেনায় দখিন হাওয়া মেশে
ঝিরঝিরিয়ে আসতে থাকে মিষ্টি সুবাস ভেসে।
হাসতে থাকে সোনার ফসল বাড়ির কোলটি ঘেসে
পাখ-পাখালি গাইতে থাকে বনের ধারে এসে।
কাশফুলে ঐ আলোর নাচন আষাঢ়-শ্রাবণ শেষে
তালের পিঠার গন্ধ ভাসে যেইনা শরত্ দেশে।
সূত্র : আমার দেশ
দিচ্ছে উঁকি শরত্ ঋতু মিটমিটিয়ে হেসে।
শিশির ভেজা সিক্ত পথে শান্ত ছেলের বেশে
যাচ্ছে শরত্ আলতো পায়ে শুভ্র মেঘের দেশে।
জুঁই-চামেলি- হাস্নুহেনায় দখিন হাওয়া মেশে
ঝিরঝিরিয়ে আসতে থাকে মিষ্টি সুবাস ভেসে।
হাসতে থাকে সোনার ফসল বাড়ির কোলটি ঘেসে
পাখ-পাখালি গাইতে থাকে বনের ধারে এসে।
কাশফুলে ঐ আলোর নাচন আষাঢ়-শ্রাবণ শেষে
তালের পিঠার গন্ধ ভাসে যেইনা শরত্ দেশে।
সূত্র : আমার দেশ
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন