কামিনি ফুটিছে বুঝি
আজ নিশীথে,
হল যামিনী বিভোর
তাই চন্দ্রসাথে।
তব বিহনে
যার হিয়া দহনে,
সুর কিযে জাগে তারই
ক্রন্দন কুজনে।
কামিনীর কাননে
ব্যাকুল যামিনী যাপনে
কার কেবলই বিধুর হিয়া
ডাকেরে পিয়া পিয়া,
দখিনা মলয় মাঝে বাজে কি বাশরীয়া
তাই শুনি শুনিয়া?
জাগে কি বিহনে তার
তব হিয়া মননে,
বিরাগ বেদন সাথে অনুরাগ লহরী
রজনী মধুর স্মরণে ?
আজ নিশীথে,
হল যামিনী বিভোর
তাই চন্দ্রসাথে।
তব বিহনে
যার হিয়া দহনে,
সুর কিযে জাগে তারই
ক্রন্দন কুজনে।
কামিনীর কাননে
ব্যাকুল যামিনী যাপনে
কার কেবলই বিধুর হিয়া
ডাকেরে পিয়া পিয়া,
দখিনা মলয় মাঝে বাজে কি বাশরীয়া
তাই শুনি শুনিয়া?
জাগে কি বিহনে তার
তব হিয়া মননে,
বিরাগ বেদন সাথে অনুরাগ লহরী
রজনী মধুর স্মরণে ?
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন