প্রিয় পাঠক লক্ষ্য করুন

জোনাকী অনলাইন লাইব্রেরীতে আপনাকে স্বাগতম | জোনাকী যদি আপনার ভালো লাগে তবে আপনার বন্ধুদের সাথে লিংকটি শেয়ার করার অনুরোধ জানাচ্ছি | এছাড়াও যারা ভলান্টিয়ার হিসেবে কাজ করতে আগ্রহী তারা jaherrahman@gmail.com এ মেইল করার অনুরোধ করা হচ্ছে | আপনার অংশগ্রহণে সমৃদ্ধ হোক আপনার প্রিয় অনলাইন লাইব্রেরী। আমাদের সকল লেখক, পাঠক- শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা- অভিনন্দন।

রাতের রানী নাইট কুইন ।। বিন্দু এনায়েত



রানীর মতো সৌন্দর্য নিয়ে রাতের বেলা যে ফুল ফোটে, সে ফুলের নাম ‘রাতের রানী’ বা নাইট কুইন । রাত বেড়ে চলার সঙ্গে সঙ্গে কলি থেকে একটি একটি করে পাপড়ি মেলতে থাকে। সে সঙ্গে পাল্লা দিয়ে ছড়াতে থাকে মৃদু অথচ মন কেড়ে নেয়া সুগন্ধ। প্রকৃতিপ্রেমী মানুষ নাইট কুইন ফুলের সুগন্ধ ও সৌন্দর্য উপভোগ করার জন্য ব্যাকুল হয়ে প্রতীক্ষা করে।
কোনো এক সময় ছিল যখন সাধারণত ইউরোপের কয়েকটি দেশে এ ফুল দেখা যেত। এখন অবশ্য আমাদের দেশেও নাইট কুইন দেখতে পাওয়া যায়।
নাইট কুইন ফুলের অদ্ভুত একটি বৈশিষ্ট্য হলো এ ফুলের গাছ পাথরকুচি গাছের মতো পাতা থেকে অঙ্কুরিত হয়। একটি পাতা নরম মাটিতে রেখে দিলে ধীরে ধীরে সে পাতা থেকে অঙ্কুর বের হয় এবং পরে তা গাছে পরিণত হয়। একটি পাতা থেকে একাধিক গাছ জন্মাতে পারে।


পড়শির সাথে শেষ দেখা ।। জহির রহমান


পড়শির সাথে শেষ যেদিন দেখা হয়েছিল সেদিন
আমি বসে গভীর মনোযোগে কাজ করছিলাম
কখন যে তুমি এসে আমার সামনে দাঁড়িছো
আমি খেয়ালই করিনি
কত সময় সামনে ছিলে তাও জানিনা।
সেদিন নীরবতা ভেঙ্গে তুমিই প্রথম জিজ্ঞেস করেছিলে-


জাভাস্ক্রিপ্টের একটি কোডের জাদু ।। মেহেদী হাসান শিশির


HTML-এর কাজ পারলেও জাভাস্ক্রিপ্ট এর কাজ পারি না। তবে কোড সম্পর্কে মৌলিক ধারনা থাকায় একটু আধটু বুঝতে পারি।

নিচের কোডটি জাভাস্ক্রিপ্টে লেখা হয়েছে। খুব মজার কোড। এক জায়গায় পেলাম, তাই ভাবলাম শেয়ার করি। নিচের কোডটি আপনার ব্রাউজারের এড্রেসবার এ লিখে এন্টার চাপুন, তারপর দেখুন মজা। তবে যে পেইজে করবেন, সে পেইজে অবশ্যই কোন ছবি থাকতে হবে।


নোটপ্যাডের মাধ্যমে নিজেই বানান ক্যালকুলেটর ।। মেহেদি হাসান শিশির


হিসাব নিকাশ করতে গেলে ক্যালকুলেটর লাগেই। আর সে ক্যালকুলেটরটি যদি হয় নিজের বানানো তাহলে কেমন হয় ? আসুন জেনে নিই কিভাবে ক্যালকুলেটর বানানো যায়। উইন্ডোজ ব্যবহারকারীরা ইচ্ছে করলে নোটপ্যাডের সাহায্যে নিজেই ক্যালকুলেটর
বানাতে পারেন। এজন্য নোটপ্যাড
ওপেন করে নিচের কোডটি হুবহ নোটপ্যাডে লিখুন অথবা কপি করুন-


এক পশলা বৃষ্টিতে ।। জহির রহমান



এক পশলা বৃষ্টিতে
ভিজিয়ে দিলো শহর
ক্লান্তিময়তা যত
কাটিয়ে প্রহর।
গ্রীষ্মের খরতাপের
তপ্তময় দুপুরে
মেঘের আড়ালে সূর্য হারায়
বৃষ্টি নামে ঝুপুরে।
এক পশলা বৃষ্টি
হয়ে গেল হৃদয়ে
মনেরি আঙ্গিনায় আছো তুমি
নীরালায় গোপনে।
ধরা ছোঁয়ার বাইরে
রাখবো তোমায়
সাজানো বাগানে
এ মনের আঙ্গিনায়।

মে ১৬, ২০১১


মা আমার ভালোবাসা ।। জহির রহমান


মা যে আমার ভালোবাসা
মা যে আমার প্রাণ
মায়ের প্রতি রইল আমার
হাজারো সালাম।

আমি যখন বাহিরে থাকি
মা থাকে পথ চেয়ে
মা যে অনেক সুখি হয়
আমি ফিরলে ঘরে।


আমার মা ।। আমিনুল ইসলাম মামুন


আমার মায়ের হাসির কাছে
ফুলের হাসি তুচ্ছ
মনের মাঝে তাঁর আসনই
সবার চেয়ে উচ্চ।


বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল ।। আহমেদ খালিদ


মোহাম্মদ মোস্তফা কামাল (ডিসেম্বর ১৬, ১৯৪৭- এপ্রিল ১৭, ১৯৭১) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। যুদ্ধে অসামান্য বীরত্বের জন্য তাঁকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়।


বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ ।। আহমেদ খালিদ


নূর মোহাম্মদ শেখ(ফেব্রুয়ারি ২৬, ১৯৩৬- সেপ্টেম্বর ৫, ১৯৭১) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। যুদ্ধে অসামান্য বীরত্বের জন্য তাঁকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়।


বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর ।। আহমেদ খালিদ


মহিউদ্দীন জাহাঙ্গীর (১৯৪৮- ডিসেম্বর ১৪, ১৯৭১) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। যুদ্ধে অসামান্য বীরত্বের জন্য তাঁকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়।


বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ ।। আহমেদ খালিদ


মুন্সি আব্দুর রউফ (১৯৪৩ - এপ্রিল ৮, ১৯৭১) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। যুদ্ধে অসামান্য বীরত্বের জন্য তাঁকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়।


বীরশ্রেষ্ঠ ইঞ্জিন আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিন।। আহমেদ খালিদ


মোহাম্মদ রুহুল আমিন (১৯৩৫ - ডিসেম্বর ১০, ১৯৭১) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। যুদ্ধে অসামান্য বীরত্বের জন্য তাঁকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়।


বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান ।। আহমেদ খালিদ


মোহাম্মদ হামিদুর রহমান (ফেব্রুয়ারি ২, ১৯৫৩- অক্টোবর ২৮, ১৯৭১) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। যুদ্ধে অসামান্য বীরত্বের জন্য তাঁকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়। মাত্র ১৮ বছর বয়সে শহীদ হওয়া হামিদুর রহমান সাত জন বীর শ্রেষ্ঠ পদকপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বকনিষ্ঠ।


বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ।। আহমেদ খালিদ



বীরশ্রেষ্ঠ মতিউর রহমান (২৯শে অক্টোবর, ১৯৪১—২০শে আগস্ট, ১৯৭১) একজন বাংলাদেশী মুক্তিযোদ্ধা। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত হন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয় ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান তাদের মধ্যে অন্যতম।


তুমি নও আমার পর ।। জহির রহমান


মনের গহীনে লালিত স্বপ্ন
হুদয়ের আয়নায়
তাজা কাঁচা ফুলে আজি
সাজাবো তোমায়।
অভিমান ছাড়ি
খোঁপায় জাবা বাঁধি
ভালোবাসা ছড়ায়ে
তারে মালা পরায়ে
সুখে বাঁধব ঘর
তুমি নও আমার পর।
মে- ০৪, ২০১১


এক তুষার ঝড়ের রাতে


বাবা মা র আদরের একমাত্র সন্তান অপরূপা রূপসী মারিয়া গাভ্রিলোভনা ছিল এক ষোড়শী জমিদার কন্যা যার বর্ননা কলম দিয়ে লেখার নয়, রূপকথাতেও বলার নয়। বাস করতো সে বাবা মা র সাথে রাশিয়ার গ প্রদেশে।

তখনকার রেওয়াজ অনুযায়ী মারিয়া বেড়ে উঠেছিল ফরাসী উপন্যাস পড়ে। যার ফলে অবধারিত ভাবে সে প্রেমে পড়লো, আর পড়লো কি না ভ্লাদিমির নামে এক সামান্য লেফটেনেন্টের।


নীতিহীন রাজা ।। রাজিবুল আলম


গরম গরম শেয়ারবাজার
হঠাত্ নামে ধস
হাজার হাজার বিনিয়োগকারী
দিচ্ছে শুধুই লস।


গরমের গরম ছড়া ।। আমানত উল্লাহ সোহান


গরমের বেহাল দশা
ঝরছে গায়ের ঘাম,
আরো গরম হচ্ছেরে ভাই
জিনসপাতির দাম।


ঠেলা সামলা ।। ইয়াসির মারুফ


পড়ছে গরম
বৈশাখী ঝাঁঝ
ওলটপালট
সমস্ত কাজ।
রাজনীতিও


ডিজিটাল ।। সাকিব হাসান


গাঁও-গেরামে বসত করে
দেখছি কি যে হায়,
যখন তখন নানান ছুতোয়
কারেন্ট চলে যায়।
ঝড়-বৃষ্টি আসতে দেখে
নামে আঁধার কালো,
ইচ্ছে করে কোরাস ধরি


গরমের মশারি ।। সিফাত


গরম এলেই ঝামেলা বাড়ে, সেটা আমরা সবাই জানি। ঝামেলা বাড়ে সেটা বড় কথা নয়, গরম আছে বলেই আজ আমার লেখা ভিমরুলে। আসল কথায় আসা যাক। সেদিন স্কুলের ছাদে বসে আমরা কয়েকজন বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলাম। আড্ডার বিষয় ছিল কে, কখন, কীভাবে খাট থেকে পড়ে গেছি। সবাই মজার মজার কথাই বলল, আসলে আমি অপেক্ষা করছিলাম তুষারের কথার অপেক্ষায়। কারণ ওর কথা বলার স্টাইলটা অন্যরকম। যে কথাই বলুক না কেন, সেটার সঙ্গে অভিনয় করে দেখানোর চেষ্টা করে।


অভিশাপ ।। কাজী নজরুল ইসলাম


যেদিন আমি হারিয়ে যাব,
বুঝবে সেদিন বুঝবে,
অস্তপারের সন্ধ্যাতারায়
আমার খবর পুছবে-
বুঝবে সেদিন বুঝবে!


আকাশলীনা ।। জীবনানন্দ দাশ


সুরন্জনা, ওইখানে যেয়ো নাকো তুমি,
বোলো নাকো কথা অই যুবকের সাথে
ফিরে এসো সুরন্জনা :
নক্ষত্রের রূপালি আগুন ভরা রাতে ;

ফিরে এসো এই মাঠে, ঢেউয়ে ;
ফিরে এসো হৃদয়ে আমার ;
দূর থেকে দূরে-----আরো দূরে
যুবকের সাথে তুমি যেয়ো নাকো আর ।
কী কথা তাহার সাথে? তার সথে!
আকাশের আড়ালে আকাশ
মৃত্তিকার মতো তুমি আজ :
তার প্রেম ঘাস হয়ে আসে ।

সুরন্জনা,
তোমার হৃদয় আজ ঘাস :
বাতাসের ওপারে বাতাস
আকাশের ওপারে আকাশ ।


তুই কি আমার দুঃখ হবি? --আনিসুল হক


তুই কি আমার দুঃখ হবি?
এই আমি এক উড়নচন্ডী আউলা বাউল
রুখো চুলে পথের ধুলো
চোখের নীচে কালো ছায়া
সেইখানে তুই রাত বিরেতে স্পর্শ দিবি।


পালের নাও ।। জসীম উদ্দিন


পালের নাও, পালের নাও, পান খেয়ে যাও---
ঘরে আছে ছোট বোনটি তারে নিয়ে যাও |
কপিল-সারি গাইয়ের দুধ যেয়ো পান করে'
কৌটা ভরি সিঁদুর দেব কপালটি ভরে'!
গুয়ার গায়ে ফুল চন্দন দেব ঘসে' ঘসে',
মামা-বাড়ীর বলব কথা শুনো বসে বসে!


অপেক্ষা ।। শিশিরার্দ্র মামুন


টিটিট-টিটিট করে ঘড়িটি আওয়াজ দিচেছ জানিয়ে দিলো এখন ৬ টা বাজে, আর ঘুম নয় উঠ্ উঠ্! ঘড়িটির এলার্ম বন্ধ করে লেপ থেকে অনিচছা সত্ত্বেও শরীর বের করলাম। ইস্ এ দেশে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গন্ডগোল, ধর্মঘট করেনা কেন? ধর্মঘট হলে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকত, শীতে আরাম করে ঘুমাতে পারতাম। বিছানা ছেড়ে হাত-মুখ ধুয়ে জামা কাপড় পড়ে ক্লাশে যাওয়ার জন্য তৈরি হচিছ এমন সময় টেলিফোনের চিৎকার,


ক্লিওপেট্রার প্রেম ।। দর্পণ কবীর


বৃটিশ মিউজিয়ামে প্রবেশ করতেই সেই অদ্ভূত সুগন্ধীর ঘ্রাণ পেল শাকিব। এই ঘ্রাণ ওর ভীষণ চেনা। এই অদ্ভূত ঘ্রাণ ও টের পায় শুধু সামিয়া ওর সামনে এলে। মিষ্টি ও মাদকতাপূর্ণ ঘ্রাণ। এর যেন সম্মোহনী শক্তি আছে। সামিয়া ওর সামনে এলেই ও সব সময় কেমন মন্ত্রমুগ্ধ হয়ে যায়। সম্মোহিত হয়ে পড়ে। অপরূপা সামিয়ার ধাঁধানো সৌন্দর্যের সামনে যে কেউ মন্ত্রমুগ্ধ হয়ে যেতে পারে। কিন্তু শাকিব ওর শারীরিক সৌন্দর্যের জন্য মন্ত্রমুগ্ধ হয় না। ও মুগ্ধ হয় ওর শরীর থেকে বের হয়ে আসা ঐ অদ্ভূত ঘ্রাণের জন্য।


এক বৃষ্টি ভেজা রাতে ।। সিকদার মনজিলুর রহমান


এক ঝাপটা বৃষ্টি এসে ঘুমটা ভেঙে দিল। বৃষ্টির হাওয়ায় ভেসে আসছে কান্নার এক করুণ সুর। সুরটা আসছিল বড় ভাবীর ঘরের ওদিক থেকে। পরিষ্কার মেয়েলী কণ্ঠের কান্না। গভীর কষ্টে বুকের অনেক ভেতর থেকে উঠে আসা কান্না। এত রাতে এ বাড়ি কাঁদবে কে? ভাবীর বাপের বাড়িতে কোনো দুঃসংবাদ? তাই ভাবী কাঁদছে। না, তাহলে তো দিনের বেলায় শুনতাম!
বেশ একটা কৌতুহলী ভাবনায় পড়ে গেলাম।


ক ম লা ।। নাহার মনিকা


প্রজাপতির নদী পারাপার
তবুও কমলার অনেক কথা বলার ছিলো। যে বয়সে কথা কমে গিয়ে ভাবুক হবার পাঁয়তারা খোঁজে মেয়েরা সেই বয়েস তার, অথচ কথা কিন্তু সে বেশীই বলতো। খুব আবোল-তাবোল না, বরং খানিকটা গুছিয়ে, কিন্তু একটু দ্রুত, শব্দের শেষ দিকের উচ্চারণ কেমন মিইয়ে মিইয়ে যেতো ওর মুখের ভেতর। সবাই একরকম উপভোগ করে সেগুলো, কিছু কিছু শব্দ নকল করে হাসাহাসিও হতো খুব। কমলাও একচোট হেসে টেসে ওর চাঁদের মতো, অন্তত পাড়ার মহিলারা তাই বলতো, যেখানে ঠোঁটের বাঁদিকে ছোট তিল আর ডান গালে টোল রয়েছে সেই গোল মুখ লাল করে ফেলতো আর কখনো সখনো বলতো , - আচ্ছা, আমি কি এমন হাসির কথা বলেছি?


পরী ।। জসিম মল্লিক


১.
ঘুম থেকে উঠে জানালার পর্দা সরিয়ে বাইরে তাকিয়ে দেখল চক চকে রোদ। গত তিন চার দিন আকাশ এমন গোমরামুখো হয়ে ছিল। রোদের দেখাই পাওয়া যায় নি। টেবিল ঘরির দিকে তাকিয়ে দেখল সকাল দশটা। আজকে কোনো কাজ নেই। আজ রোববার। গতকাল একটু রাতেই ফিরেছে কাজ থেকে। শখে কাজ করা আর কি। টেলিভিশনের সুইচ অন করল। সিপি ২৪ চ্যানেল দেখল। ও মাই গড! বাইরেতো অনেক ঠান্ডা। উইন্ডচিলন্ড সহ মাইনাস ১৯। আগামী এক সপ্তাহ ওয়েদার এরকমই থাকবে। তবে এ দেশের ওয়েদারের কথা কিছুই বলা যায় না। টুক টাক কিছু কেনা কাটার দরকাল ছিল। ইচ্ছে করছে না কোথাও বের হতে। আগামী সপ্তাহে দেশে যাচ্ছে সাদি। বাবা জরুরী তলব করেছে।


দিন শেষ, ভালবাসাও শেষ ।। আব্দুল হালিম মিয়া


জীবন যাপিত হয়
চোখের পলকে
বছরগুলো কিভাবে যেন
হারিয়ে যায় ।
দিবস পালিত হয়
মা দিবস
বাবা দিবস
ভালবাসা দিবস
জাতিসংঘের নানা দিবস
শুধু একটি দিনের জন্যই ।


বসন্ত ।। এ.বি.এম. ইয়াকুব আলী সিদ্দিকী


আজি বসন্ত এসেছে দ্বারে
সাদরে ভিতরে নাও
মনের মত নক্সী কাঁথাটি
মেঝেতে বিছায়ে দাও।
বড় আদুরে বড় সোহাগে
বড় সে অভিমানিনী
ফুলের ডালি মাথায় নিয়ে
এসেছে বসন্তরাণী।


হাসু-পুতুলের ভ্যালেন্টাইনস ।। শওগাত আলী সাগর


১.
ক্যাসেট প্লেয়ারে আবারো গানটা রিউইণ্ড করে দিল হাসু। এ নিয়ে কতোবার শুনলো সে গানটা?  হিসেব রাখেনি। আট বার? দশ বার? হবে হয়তো।  কি দরদ দিয়ে গানটা গাইছে মেয়েটা? কি যেন নাম শিল্পীটার?  সিডির প্যাকেটটা হাতে নিয়ে উল্টে পাল্টে দ্যাখে। শুভমিতা।  নামটাও কেমন যেন আলাদা। তরুণী বয়সে মান্না দে, হেমন্ত, লতার গান শুনেছে হাসু। পছন্দ করার মতো, প্রিয় হবার মতো কতো নতুন নতুন শিল্পীর আবির্ভাব ঘটেছে। সে সবের খবর রাখার অবকাশ নেই। রাষ্ট্র, সরকার, রাজনীতি, দেশের মানুষ- এসবের ভেতরে ডুবে থাকতে হয় তাকে।


কুকুরের হাড় ।। মুরাদুল ইসলাম


চৈত্রের কোন এক দুপুর। সঠিক সময় বলা যাবে না। তবে ধারনা করা যায় বারোটা হতে পারে। সূর্য যখন থাকে ঠিক মাথার উপরে। যুবক সূর্যের তেজে এবং তাপে জর্জরিত প্রকৃতি। তখনকার কথা। হলদেটে রঙের কুকুরটাকে হঠাত হাপাতে হাপাতে আসতে দেখা গেল। মুখে পুরনো এক মাংসের হাড্ডি। ঘনঘনে চুলার মত সূর্যের নিচে কুকুরটা মুখে হাড্ডি নিয়ে বসল। হাড্ডিটা মনে হয় অনেকদিনের আগের। এই খরার দিনে হাড্ডি পাওয়া অসম্ভব। এই কুকুরটা নিশ্চয়ই পুরুষ কুকুর নয়। পুরুষ কুকুরেরা কোন খাবার জমিয়ে রাখে না। যা পায় তার সবই খেতে চেষ্টা করে। এই দৃষ্টিকোন থেকে মহিলা কুকুররা অনেক বুদ্ধিমতি। দুর্দিনের জ্ন্য তারা খাবার গর্তে লুকিয়ে রাখে। এই হাড্ডিটাও হয়ত কোন এক সুদিনে লুকিয়ে রাখা হয়েছিল।


ঘুণ ।। রুমা মরিয়ম


জানালাটার  ফ্রেমে  ঘূন ধরেছে । বাইরে  থেকে ততটা বোঝা যায় না , কিন্তু মিসেস হক জানেন একটু টোকা লাগলে তা ঝরঝরিয়ে পরবে । ঠিক যেন তার সংসারের মত, বাইরে থেকে যারা দেখে তারা ভাবে  কি সুন্দর একটা সংসার। মিসেস হক অসুস্হ ,কিন্তু তার বউমা কি ছিমছাম ভাবে সংসার চালিয়ে যাচ্ছে।
    সত্যিই কি ছিমছাম ভাবে সংসার চলছে? নাকি সূর্য উঠে সূর্য  ডুবে এভাবেই একেকটা দিন তিনি পার করছেন। অথচ  এমন হবার কথাতো ছিল না ।


ভালোবেসে চাই ।। ফাহিম ইবনে সারওয়ার


বিকেলের নদী
দুই কাপ চা
সাইকেল, শৈশব, কানাগলি
ভূতের ভয় আর
টিনের চালে আম পড়, আম পড়।
ভালোবেসে চাই, বারবার চাই।
এই জীবনে চাই।
সুগন্ধি কলম, কার্টুন পেন্সিল
বৃষ্টিতে ছুটোছুটি।


মন মাখানো ।। সুমন সোহরাব


তুমি খোঁজ সুর আর তান,
তারপরও বুঝেছিলে শব্দেরা ম্লান।
তুমি কর অন্নের দান,
সুকেছকি ফসলের ঘ্রাণ ??
কোন খানে, শহরে মিছিলে
কতভীরে তারে খুঁজে ছিলে ?


খোলা চিঠির নিমন্ত্রন ।। সাইদা সারমিন রুমা


রবি ঠাকুর,রবি ঠাকুর তুমি এসে দেখে যাও            
আমার রুপকথা থেকে চুপকথা হয়ে যাওয়া কৈশোর   
যেখানে ছিলো অবারিত সুখ আর সুখ,আনন্দ আর আনন্দ   
আজ কষট দিয়ে আঁকি আমি আল্পনা,দুঃখ দিয়ে লিখি কবিতা   
রবি ঠাকুর তুমি কি শুনতে পাওনা আমার হৃদয়ের কান্না ?   
জীবনের বাঁকে বাঁকে আর কতো সুর মেলাবো বলো রবি ঠাকুর   
আমার হৃদয়ের ক্যানভাসে শুধুই দুঃখের ছবি আঁকা   
জানো রবি ঠাকুর,আমি আমার সব অস্তিত্তকে আজ হত্যা করেছি । 


লীলা ।। মশিউর রহমান


হারাল সূর্য, এলো অন্ধকার,
গগনে শুনি উন্মত্ত চিৎকার।
ঈশান কোনে জমেছে মেঘ,
করতে সর্বনাশ
উঠেছে বাতাস
প্রবল তার বেগ।


বসন্তের গান ।। তৈয়ব খান


ফাগুন এলো আগুন নিয়ে শিমুল কৃষ্ণচূঁড়ায়
বাতাবী ফুল মাতাল হয়ে মধুর সুবাস ছড়ায়
ঐ এলো ঐ এলো বসন্ত
মুগ্ধ হওয়ার দিলো সে মন্ত্র।।
আমের মুকুল দিলো উঁকি
লাজুক বধূ রাঙামূখী;


কালো কাক হবো ।। জহির রহমান


 সুসময়ের বন্ধু চাইনা হতে
চাইনা হতে বসেন্তর কোকিল;
আমি হবো কালো কাক
যে থাকবে বারমাসি।
আমি হবোনা আবেগী
কিংবা স্বপ্নবিলাসী
কল্প গল্প না ভেবে
বাস্তবে বিশ্বাসী।


মনের মত... ।। জহির রহমান


মনের মত কবিতা পেলে
লিখে দিতাম তোমার নামে
কাঁটাগুলো সব দূরে ঠেলে
গোলাপ নিতাম মুঠোয় পুরে।
যদি পেতাম মেঘ
বৃষ্টি ঝরাতাম
যদি পেতাম মাঠ
ফসল ফলাতাম।


পথের ফুল ।। জহির রহমান


পথের পাশে ক্ষুধায় কাতর
কত শত ফুল
ঝড়- বৃষ্টিতে পায়না তারা
একটুখানি কূল।
ক্ষুধার জ্বালায় দুপুর কাটে
কেটে যায় রাত
সেই শিশুটির জন্য তুমি
বাড়িয়েছো হাত?


নির্বাচিত বিষয়গুলো দেখুন

কবিতা ছোটগল্প গল্প নিবন্ধ ছড়া টিপস রম্য গল্প প্রেমের কবিতা স্বাস্থ্য কথা কৌতুক ইসলামী সাহিত্য কম্পিউটার টিপস জানা অজানা লাইফ স্ট্যাইল স্বাধীনতা স্থির চিত্র ফিচার শিশুতোষ গল্প ইসলাম কবি পরিচিতি প্রবন্ধ ইতিহাস চিত্র বিচিত্র প্রকৃতি বিজ্ঞান রম্য রচনা লিরিক ঐতিহ্য পাখি মুক্তিযুদ্ধ শরৎ শিশু সাহিত্য বর্ষা আলোচনা বিজ্ঞান ও কম্পিউটার বীরশ্রেষ্ঠ লেখক পরিচিতি স্বাস্থ টিপস উপন্যাস গাছপালা জীবনী ভিন্ন খবর হারানো ঐতিহ্য হাসতে নাকি জানেনা কেহ ছেলেবেলা ফল ফুল বিরহের কবিতা অনু গল্প প্রযুক্তি বিউটি টিপস ভ্রমণ মজার গণিত সংস্কৃতি সাক্ষাৎকার ঔষধ ডাউনলোড প্যারডী ফেসবুক মানুষ সৃষ্টির উদ্দেশ্য রম্য কবিতা সাধারণ জ্ঞান সাহিত্যিক পরিচিতি সায়েন্স ফিকশান স্বাধীনতার কবিতা স্বাধীনতার গল্প কৃষি তথ্য চতুর্দশপদী প্রেমের গল্প মোবাইল ফোন রুপকথার গল্প কাব্য ক্যারিয়ার গবেষণা গৌরব জীবনের গল্প ফটোসপ সবুজ সভ্যতা
অতনু বর্মণ অদ্বৈত মারুত অধ্যাপক গোলাম আযম অনন্ত জামান অনিন্দ্য বড়ুয়া অনুপ সাহা অনুপম দেব কানুনজ্ঞ অমিয় চক্রবর্তী অরুদ্ধ সকাল অর্ক অয়ন খান আ.শ.ম. বাবর আলী আইউব সৈয়দ আচার্য্য জগদীশচন্দ্র বসু আজমান আন্দালিব আতাউর রহমান কাবুল আতাউস সামাদ আতোয়ার রহমান আত্মভোলা (ছন্দ্রনাম) আদনান মুকিত আনিসা ফজলে লিসি আনিসুর রহমান আনিসুল হক আনোয়ারুল হক আন্জুমান আরা রিমা আবদুল ওহাব আজাদ আবদুল কুদ্দুস রানা আবদুল গাফফার চৌধুরী আবদুল মান্নান সৈয়দ আবদুল মাবুদ চৌধুরী আবদুল হাই শিকদার আবদুল হামিদ আবদুস শহীদ নাসিম আবিদ আনোয়ার আবু মকসুদ আবু সাইদ কামাল আবু সাঈদ জুবেরী আবু সালেহ আবুল কাইয়ুম আহম্মেদ আবুল মোমেন আবুল হাসান আবুল হায়াত আবুল হোসেন আবুল হোসেন খান আবেদীন জনী আব্দুল কাইয়ুম আব্দুল মান্নান সৈয়দ আব্দুল হালিম মিয়া আমানত উল্লাহ সোহান আমিনুল ইসলাম চৌধুরী আমিনুল ইসলাম মামুন আরিফুন নেছা সুখী আরিফুর রহমান খাদেম আল মাহমুদ আলম তালুকদার আশীফ এন্তাজ রবি আসমা আব্বাসী আসাদ চৌধুরী আসাদ সায়েম আসিফ মহিউদ্দীন আসিফুল হুদা আহমদ - উজ - জামান আহমদ বাসির আহমেদ আরিফ আহমেদ খালিদ আহমেদ রাজু আহমেদ রিয়াজ আহসান হাবিব আহসান হাবীব আহাম্মেদ খালিদ ইকবাল আজিজ ইকবাল খন্দকার ইব্রাহিম নোমান ইব্রাহীম মণ্ডল ইমদাদুল হক মিলন ইলিয়াস হোসেন ইশতিয়াক ইয়াসির মারুফ উত্তম মিত্র উত্তম সেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী এ কে আজাদ এ টি এম শামসুজ্জামান এ.বি.এম. ইয়াকুব আলী সিদ্দিকী একরামুল হক শামীম একে আজাদ এনামুল হায়াত এনায়েত রসুল এম আহসাবন এম. মুহাম্মদ আব্দুল গাফফার এম. হারুন অর রশিদ এরশাদ মজুদার এরশাদ মজুমদার এস এম নাজমুল হক ইমন এস এম শহীদুল আলম এস. এম. মতিউল হাসান এসএম মেহেদী আকরাম ওমর আলী ওয়াসিফ -এ-খোদা ওয়াহিদ সুজন কবি গোলাম মোহাম্মদ কমিনী রায় কাজী আনিসুল হক কাজী আবুল কালাম সিদ্দীক কাজী নজরুল ইসলাম কাজী মোস্তাক গাউসুল হক শরীফ কাদের সিদ্দিকী বীর উত্তম কাপালিক কামরুল আলম সিদ্দিকী কামাল উদ্দিন রায়হান কার্তিক ঘোষ কায়কোবাদ (কাজেম আলী কোরেশী) কৃষ্ণকলি ইসলাম কে এম নাহিদ শাহরিয়ার কেজি মোস্তফা খন্দকার আলমগীর হোসেন খন্দকার মুহাম্মদ হামিদুল্লাহ্ খান মুহাম্মদ মইনুদ্দীন খালেদ রাহী গাজী গিয়াস উদ্দিন গিরিশচন্দ সেন গিয়াস উদ্দিন রূপম গোলাম কিবরিয়া পিনু গোলাম নবী পান্না গোলাম মোস্তফা গোলাম মোহাম্মদ গোলাম সরোয়ার চন্দন চৌধুরী চৌধুরী ফেরদৌস ছালেহা খানম জুবিলী জ. রহমান জসিম মল্লিক জসীম উদ্দিন জহির উদ্দিন বাবর জহির রহমান জহির রায়হান জাওয়াদ তাজুয়ার মাহবুব জাকির আবু জাফর জাকির আহমেদ খান জাকিয়া সুলতানা জান্নাতুল করিম চৌধুরী জান্নাতুল ফেরদাউস সীমা জাফর আহমদ জাফর তালুকদার জাহাঙ্গীর আলম জাহান জাহাঙ্গীর ফিরোজ জাহিদ হোসাইন জাহিদুল গণি চৌধুরী জায়ান্ট কজওয়ে জিয়া রহমান জিল্লুর রহমান জীবনানন্দ দাশ জুবাইদা গুলশান আরা জুবায়ের হুসাইন জুলফিকার শাহাদাৎ জেড জাওহার জয়নাল আবেদীন বিল্লাল ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া ড. কাজী দীন মুহম্মদ ড. ফজলুল হক তুহিন ড. ফজলুল হক সৈকত ড. মাহফুজুর রহমান আখন্দ ড. মুহা. বিলাল হুসাইন ড. মুহাম্মদ শহীদুল্লাহ ড. রহমান হাবিব ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ ডক্টর সন্দীপক মল্লিক ডা. দিদারুল আহসান ডা: সালাহ্উদ্দিন শরীফ তমিজ উদদীন লোদী তাজনীন মুন তানজিল রিমন তাপস রায় তামান্না শারমিন তারক চন্দ্র দাস তারাবাঈ তারেক রহমান তারেক হাসান তাসনুবা নূসরাত ন্যান্সী তাসলিমা আলম জেনী তাহমিনা মিলি তুষার কবির তৈমুর রেজা তৈয়ব খান তৌহিদুর রহমান দর্পণ কবীর দিলওয়ার হাসান দেলোয়ার হোসেন ধ্রুব এষ ধ্রুব নীল নঈম মাহমুদ নবাব আমিন নাইমুর রশিদ লিখন নাইয়াদ নাজমুন নাহার নাজমুল ইমন নাফিস ইফতেখার নাবিল নাসির আহমেদ নাসির উদ্দিন খান নাহার মনিকা নাহিদা ইয়াসমিন নুসরাত নিজাম কুতুবী নির্জন আহমেদ অরণ্য নির্মলেন্দু গুণ নিসরাত আক্তার সালমা নীল কাব্য নীলয় পাল নুরে জান্নাত নূর মোহাম্মদ শেখ নূর হোসনা নাইস নৌশিয়া নাজনীন পীরজাদা সৈয়দ শামীম শিরাজী পুলক হাসান পুষ্পকলি প্রাঞ্জল সেলিম প্রীতম সাহা সুদীপ ফকির আবদুল মালেক ফজল শাহাবুদ্দীন ফররুখ আহমদ ফাতিহা জামান অদ্রিকা ফারুক আহমেদ ফারুক নওয়াজ ফারুক হাসান ফাহিম আহমদ ফাহিম ইবনে সারওয়ার ফেরদৌসী মাহমুদ ফয়সাল বিন হাফিজ বাদশা মিন্টু বাবুল হোসেইন বিকাশ রায় বিন্দু এনায়েত বিপ্রদাশ বড়ুয়া বেগম মমতাজ জসীম উদ্দীন বেগম রোকেয়া বেলাল হোসাইন বোরহান উদ্দিন আহমদ ম. লিপ্স্কেরভ মঈনুল হোসেন মজিবুর রহমান মন্জু মতিউর রহমান মল্লিক মতিন বৈরাগী মধু মনসুর হেলাল মনিরা চৌধুরী মনিরুল হক ফিরোজ মরুভূমির জলদস্যু মর্জিনা আফসার রোজী মশিউর রহমান মহিউদ্দীন জাহাঙ্গীর মা আমার ভালোবাসা মাইকেল মধুসূদন দত্ত মাওলানা মুহাম্মাদ মাকসুদা আমীন মুনিয়া মাখরাজ খান মাগরিব বিন মোস্তফা মাজেদ মানসুর মুজাম্মিল মানিক দেবনাথ মামুন হোসাইন মারজান শাওয়াল রিজওয়ান মারুফ রায়হান মালিহা মালেক মাহমুদ মাসুদ আনোয়ার মাসুদ মাহমুদ মাসুদা সুলতানা রুমী মাসুম বিল্লাহ মাহফুজ উল্লাহ মাহফুজ খান মাহফুজুর রহমান আখন্দ মাহবুব আলম মাহবুব হাসান মাহবুব হাসানাত মাহবুবা চৌধুরী মাহবুবুল আলম কবীর মাহমুদা ডলি মাহমুদুল বাসার মাহমুদুল হাসান নিজামী মাহ্‌মুদুল হক ফয়েজ মায়ফুল জাহিন মিতা জাহান মু. নুরুল হাসান মুজিবুল হক কবীর মুন্সি আব্দুর রউফ মুফতি আবদুর রহমান মুরাদুল ইসলাম মুস্তাফিজ মামুন মুহম্মদ নূরুল হুদা মুহম্মদ শাহাদাত হোসেন মুহাম্মদ আনছারুল্লাহ হাসান মুহাম্মদ আবু নাসের মুহাম্মদ আমিনুল হক মুহাম্মদ জাফর ইকবাল মুহাম্মদ মহিউদ্দিন মুহাম্মাদ হাবীবুল্লাহ মুহিউদ্দীন খান মেজবাহ উদ্দিন মেহনাজ বিনতে সিরাজ মেহেদি হাসান শিশির মো. আরিফুজ্জামান আরিফ মো: জামাল উদ্দিন মোঃ আহসান হাবিব মোঃ তাজুল ইসলাম সরকার মোঃ রাকিব হাসান মোঃ রাশেদুল কবির আজাদ মোঃ সাইফুদ্দিন মোমিন মেহেদী মোর্শেদা আক্তার মনি মোশাররফ মোশাররফ হোসেন খান মোশারেফ হোসেন পাটওয়ারী মোহসেনা জয়া মোহাম্মদ আল মাহী মোহাম্মদ জামাল উদ্দীন মোহাম্মদ নূরুল হক মোহাম্মদ মাহফুজ উল্লাহ্ মোহাম্মদ মুহিব্বুল্লাহ মোহাম্মদ সা'দাত আলী মোহাম্মদ সাদিক মোহাম্মদ হোসাইন মৌরী তানিয় যতীন্দ্র মোহন বাগচী রজনীকান্ত সেন রণক ইকরাম রফিক আজাদ রবীন্দ্রনাথ ঠাকুর রহমান মাসুদ রহিম রায়হান রহিমা আখতার কল্পনা রাখাল রাজিব রাজিবুল আলম রাজীব রাজু আলীম রাজু ইসলাম রানা হোসেন রিয়াজ চৌধুরী রিয়াদ রুমা মরিয়ম রেজা উদ্দিন স্টালিন রেজা পারভেজ রেজাউল হাসু রেহমান সিদ্দিক রোকনুজ্জামান খান রোকেয়া খাতুন রুবী শওকত হোসেন শওকত হোসেন লিটু শওগাত আলী সাগর শফিক আলম মেহেদী শরীফ আতিক-উজ-জামান শরীফ আবদুল গোফরান শরীফ নাজমুল শাইখুল হাদিস আল্লামা আজীজুল হক শামছুল হক রাসেল শামসুজ্জামান খান শামসুর রহমান শামস্ শামীম হাসনাইন শারমিন পড়শি শাহ আব্দুল হান্নান শাহ আলম শাহ আলম বাদশা শাহ আহমদ রেজা শাহ নেওয়াজ চৌধুরী শাহ মুহাম্মদ মোশাহিদ শাহজাহান কিবরিয়া শাহজাহান মোহাম্মদ শাহনাজ পারভীন শাহাদাত হোসাইন সাদিক শাহাবুদ্দীন আহমদ শাহাবুদ্দীন নাগরী শাহিন শাহিন রিজভি শিউল মনজুর শিরিন সুলতানা শিশিরার্দ্র মামুন শুভ অংকুর শেখ হাবিবুর রহমান সজীব সজীব আহমেদ সত্যেন্দ্রনাথ দত্ত সাইদা সারমিন রুমা সাইফ আলি সাইফ চৌধুরী সাইফ মাহাদী সাইফুল করীম সাইয়্যেদ আবুল আ'লা মওদূদী সাকিব হাসান সাজ্জাদুর রহমান সাজ্জাদ সানজানা রহমান সাবরিনা সিরাজী তিতির সামছুদ্দিন জেহাদ সামিয়া পপি সাযযাদ কাদির সারোয়ার সোহেন সালমা আক্তার চৌধুরী সালমা রহমান সালেহ আকরাম সালেহ আহমদ সালেহা সুলতানা সিকদার মনজিলুর রহমান সিমু নাসের সিরহানা হক সিরাজুল ইসলাম সিরাজুল ফরিদ সুকান্ত ভট্টাচার্য সুকুমার বড়ুয়া সুকুমার রায় সুনীল গঙ্গোপাধ্যায় সুফিয়া কামাল সুভাষ মুখোপাধ্যায় সুমন সোহরাব সুমনা হক সুমন্ত আসলাম সুমাইয়া সুহৃদ সরকার সৈয়দ আরিফুল ইসলাম সৈয়দ আলমগীর সৈয়দ আলী আহসান সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী সৈয়দ তানভীর আজম সৈয়দ মুজতবা আলী সৈয়দ সোহরাব হানিফ মাহমুদ হামিদুর রহমান হাসান আলীম হাসান ভূইয়া হাসান মাহবুব হাসান শরীফ হাসান শান্তনু হাসান হাফিজ হাসিনা মমতাজ হুমায়ূন আহমেদ হুমায়ূন কবীর ঢালী হেলাল মুহম্মদ আবু তাহের হেলাল হাফিজ হোসেন মাহমুদ হোসেন শওকত হ্নীলার বাঁধন

মাসের শীর্ষ পঠিত

 
রায়পুর তরুণ ও যুব ফোরাম

.::jonaaki online::. © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ