আয়না খোকন কাছে
আমার হাতে কদমা আছে নাড়– মালাই সিরণী আছে খেলনা কত আছে হঠাৎ করে উড়াল দিলাম অনেক অনেক দূরে ভাল্লাগেনা তোকে ছাড়া সেইসে অচিন পুরে খোকা- তুই কি যাবি সঙ্গে আমার অনেক আদর পাবি সঙ্গে কি তুই যাবি? মায়ের বুকে মুখ লুকিয়ে ঘুমের ঘোরে পাচ্ছে আদর কাঁদছে খোকন সোনা মাকে নিয়ে স্বপ্ন হাজার নিত্য দিনই বোনা ভোর না হতেই ঘুম ভেঙ্গে যায় পায়নাতো সে মায়ের দেখা কভূ খোকন সোনার এই আকুতি আমার মাকে দাও ফিরিয়ে আমার কাছে প্রভু লেখক: কবি, ছড়াকার ও সাংবাদিক |
|
http://www.sonarbangladesh.com/articles/Saif Mahadi |
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন