একদিন
আকাশ ভরা, তারার মেলায়
চাঁদের বুকে , আলোর খেলায়
ভেসে যেতাম রঙ্গীন ভেলায়।
বাদল দিনে, একলা ঘরে
মন হারায়ে, অচিন পুরে
হারিয়ে যেতাম সুখের দোলায়।
রংধনুর ঐ , রং মাতিয়ে
রঙ্গীন মেঘের , নাও সাজিয়ে
মন হারাতাম অবেলায়। আজ
আকাশ আছে তারাময়,
মন তবুও বিষাদময়।
একলা ঘরে বৃষ্টিবিহীন
কাটে আমার সারাটা দিন।
রংধনুর ঐ রং হারিয়ে
রঙ্গীন মেঘের নাও ডুবিয়ে,
হারায়ে জীবন শূণ্যতা- এ।
আকাশ ভরা, তারার মেলায়
চাঁদের বুকে , আলোর খেলায়
ভেসে যেতাম রঙ্গীন ভেলায়।
বাদল দিনে, একলা ঘরে
মন হারায়ে, অচিন পুরে
হারিয়ে যেতাম সুখের দোলায়।
রংধনুর ঐ , রং মাতিয়ে
রঙ্গীন মেঘের , নাও সাজিয়ে
মন হারাতাম অবেলায়। আজ
আকাশ আছে তারাময়,
মন তবুও বিষাদময়।
একলা ঘরে বৃষ্টিবিহীন
কাটে আমার সারাটা দিন।
রংধনুর ঐ রং হারিয়ে
রঙ্গীন মেঘের নাও ডুবিয়ে,
হারায়ে জীবন শূণ্যতা- এ।
2 Comments:
দারুন....
www.amarputhia.com/blog
স্বদেশ @ ধন্যবাদ
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন