মায়ের ভালবাসা,
শিশুর আধো আধো বোল
শিশুর ভালবাসা,
প্রিয় মায়েরই আঁচল।
পাখিদের ভালবাসা,
সুনীল আকাশ।
ভ্রমরের ভালবাসা, ফুলেরই সুবাস।
প্রেমিকার ভালবাসা,
প্রেমিকের প্রলাপ।
বন্ধুর ভালবাসা,
বন্ধুর হাতে পাওয়া একটি গোলাপ।
চাঁদেরই ভালবাসা,
মেঘ সরে যাওয়া।
বৃষ্টির ভালবাসা,
ঝড়ো দখিনা হাওয়া ।
ঝরণারই ভালবাসা,
হয় পাহাড় যদি ।
তবে সাগরেরও ভালবাসা,
বহতা নদী।
শিশুর আধো আধো বোল
শিশুর ভালবাসা,
প্রিয় মায়েরই আঁচল।
পাখিদের ভালবাসা,
সুনীল আকাশ।
ভ্রমরের ভালবাসা, ফুলেরই সুবাস।
প্রেমিকার ভালবাসা,
প্রেমিকের প্রলাপ।
বন্ধুর ভালবাসা,
বন্ধুর হাতে পাওয়া একটি গোলাপ।
চাঁদেরই ভালবাসা,
মেঘ সরে যাওয়া।
বৃষ্টির ভালবাসা,
ঝড়ো দখিনা হাওয়া ।
ঝরণারই ভালবাসা,
হয় পাহাড় যদি ।
তবে সাগরেরও ভালবাসা,
বহতা নদী।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন