মেঘ,
দূরের দেশে
থেকে ভেসে
আসে হেসে
নেচে নেচে
হাওয়া দিলে
বেগ।
০২.
ঢাক গুড় গুড়
ঢাক গুড় গুড়
ঢাক,
মেঘের ভীষণ
রাগ!
মা বুঝি আজ
দেয়নি খেতে
পাট কলমির
শাক!
০৩.
মেঘের নাকি
বৃষ্টি মেয়ে
বৃষ্টি মানে জল
কাঁদলে আহা!
চুপ হয়ে যায়
মাঠের দূর্বাদল।
দূরের দেশে
থেকে ভেসে
আসে হেসে
নেচে নেচে
হাওয়া দিলে
বেগ।
০২.
ঢাক গুড় গুড়
ঢাক গুড় গুড়
ঢাক,
মেঘের ভীষণ
রাগ!
মা বুঝি আজ
দেয়নি খেতে
পাট কলমির
শাক!
০৩.
মেঘের নাকি
বৃষ্টি মেয়ে
বৃষ্টি মানে জল
কাঁদলে আহা!
চুপ হয়ে যায়
মাঠের দূর্বাদল।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন