স্মরণের ওপারে আঁধার
ঘন অন্ধকারে ঠাসা
তখন সে ভাবে মগজের কোষে কোষে
ঘুণপোকা বেঁধেছে কি বাসা
তবু প্রত্যাশা
চাঁদ নেই কি হয়েছে তাতে
তারারা উঠুক একান্ত আকাশে।
হঠাত্ দিগন্ত বেয়ে উঠে এলো চাঁদ
আরেক আকাশে অগণন তারা
মন ও মননে অন্তঃশীলা স্রোত
ভেসে চলে কারা?
শিউলি মালতী বেলী অগণিত ফুল
ভোরের শিশিরে দেখি একটি বকুল
একে-একে মনে তারা
গন্ধে স্পর্শে বিষাদ বেদনা নিয়ে
অন্ধকারে লুপ্ত ছিল যারা
চাঁদ ওঠে—তারাহীন আকাশের কোলে শুকতারা
একটি কোকিল ডাকে
কাকে ডাকে ভেবে ভেবে উদাসীন হলো কিছু পাখি
একটি কোকিলা এলো চোখ গেল চোখ গেল আঁখি।
স্মৃতির দিগন্তে ওঠে আধখানা চাঁদ
স্মরণের অন্ধকারে ফুটে ওঠে তারা
একে একে মনে পড়ে সেই সব মুখ
অন্ধকারে লুপ্ত ছিল যারা।
সূত্র : আমার দেশ
ঘন অন্ধকারে ঠাসা
তখন সে ভাবে মগজের কোষে কোষে
ঘুণপোকা বেঁধেছে কি বাসা
তবু প্রত্যাশা
চাঁদ নেই কি হয়েছে তাতে
তারারা উঠুক একান্ত আকাশে।
হঠাত্ দিগন্ত বেয়ে উঠে এলো চাঁদ
আরেক আকাশে অগণন তারা
মন ও মননে অন্তঃশীলা স্রোত
ভেসে চলে কারা?
শিউলি মালতী বেলী অগণিত ফুল
ভোরের শিশিরে দেখি একটি বকুল
একে-একে মনে তারা
গন্ধে স্পর্শে বিষাদ বেদনা নিয়ে
অন্ধকারে লুপ্ত ছিল যারা
চাঁদ ওঠে—তারাহীন আকাশের কোলে শুকতারা
একটি কোকিল ডাকে
কাকে ডাকে ভেবে ভেবে উদাসীন হলো কিছু পাখি
একটি কোকিলা এলো চোখ গেল চোখ গেল আঁখি।
স্মৃতির দিগন্তে ওঠে আধখানা চাঁদ
স্মরণের অন্ধকারে ফুটে ওঠে তারা
একে একে মনে পড়ে সেই সব মুখ
অন্ধকারে লুপ্ত ছিল যারা।
সূত্র : আমার দেশ
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন