শিকড় রক্তাক্ত হয় হোক যাবো না বিভুঁই
সস্নেহ সুঘ্রাণে স্বদেশের স্বপ্নসুখ, আর সব
ডুবে যাক কপট বিশ্বাসে।
মায়ের মুখের বুলি অপূর্ব নিখাদে
স্পন্দিত নন্দিত আজ পৃথিবীর চোখে;
স্বপ্ন দিয়ে তৈরি স্মৃতি দিয়ে ঘেরা
স্বদেশের আকাশ বাতাস মাটি জল
লেবুবনে জ্যোত্স্নার নীল কারুকাজ
নিমফুলের মদির গন্ধে দিকহারা তুই
ভ্রমর সন্ন্যাসী কী করে পথ হারাবি!
দিন চলে যায় পুরোনো বিষাদে
উঁকি মারে টুকরো টুকরো চেতনার চর
কবেকার হেলেপড়া ছেঁড়াখোঁড়া গাছ
কী আশ্চর্য আমাকেই নাম ধরে ডাকে—
কী যেন ফেলে এসেছি—শ্লেট না পেন্সিল।
বেবাক ভুলেছি—
গাঢ় হৃদয়ের টানে এতো মায়া
এমন মমত্বে ভালোবাসা উথলিয়া ওঠে,
ভালোবাসা হয়, ভালোবাসা ভেঙে যায়,
তবু অবিবেকী পাখি অলীক উদ্যানে বসে
গভীর আরামে আজও ডানা চুলকায়, ডানা চুলকায়!
সূত্র : আমার দেশ
সস্নেহ সুঘ্রাণে স্বদেশের স্বপ্নসুখ, আর সব
ডুবে যাক কপট বিশ্বাসে।
মায়ের মুখের বুলি অপূর্ব নিখাদে
স্পন্দিত নন্দিত আজ পৃথিবীর চোখে;
স্বপ্ন দিয়ে তৈরি স্মৃতি দিয়ে ঘেরা
স্বদেশের আকাশ বাতাস মাটি জল
লেবুবনে জ্যোত্স্নার নীল কারুকাজ
নিমফুলের মদির গন্ধে দিকহারা তুই
ভ্রমর সন্ন্যাসী কী করে পথ হারাবি!
দিন চলে যায় পুরোনো বিষাদে
উঁকি মারে টুকরো টুকরো চেতনার চর
কবেকার হেলেপড়া ছেঁড়াখোঁড়া গাছ
কী আশ্চর্য আমাকেই নাম ধরে ডাকে—
কী যেন ফেলে এসেছি—শ্লেট না পেন্সিল।
বেবাক ভুলেছি—
গাঢ় হৃদয়ের টানে এতো মায়া
এমন মমত্বে ভালোবাসা উথলিয়া ওঠে,
ভালোবাসা হয়, ভালোবাসা ভেঙে যায়,
তবু অবিবেকী পাখি অলীক উদ্যানে বসে
গভীর আরামে আজও ডানা চুলকায়, ডানা চুলকায়!
সূত্র : আমার দেশ
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন