কোনো এমন নিষ্ঠুরতা, কেনো এমন বাস্তবতা...
স্বপ্নঘোরের সময়গুলো পার...
হঠাৎ আলোয় উদ্ভাসিত স্বপ্ন ছারখার।
তোমার কাছে স্বপ্নসুখ;
আমার কাছে সুখের যতো ব্যথা..
তুমি ভাবো জীবন কতো সোজা
আমি বইছি ভাঙ্গা স্বপ্নের বোঝা।
স্বপ্নঘোরের সময়গুলো পার...
হঠাৎ আলোয় উদ্ভাসিত স্বপ্ন ছারখার।
তোমার কাছে স্বপ্নসুখ;
আমার কাছে সুখের যতো ব্যথা..
তুমি ভাবো জীবন কতো সোজা
আমি বইছি ভাঙ্গা স্বপ্নের বোঝা।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন