কম্পিউটার ব্যবহারকারীদের অন্যতম প্রয়োজনীয় বিষয় হচ্ছে সফটওয়্যার। বিভিন্ন কাজের প্রয়োজনে প্রত্যেককেই ব্যবহার করতে হয় নানান ধরনের সফটওয়্যার। অপারেটিং সিস্টেমের সাথে কিছু সফটওয়্যার দেয়া থাকলেও কাজের প্রয়োজনে আরো অনেক সফটওয়্যারই দরকার হয় সবার। ইন্টারনেটের সংযোগ থাকলে খুব সহজেই এ সফটওয়্যারগুলো ডাউনলোড করে নেয়া যায় বিনামূল্যেই। সফটওয়্যার সংগ্রহের প্রয়োজনীয় কিছু ওয়েবসাইটের খবরাখবর নিয়ে এই প্রতিবেদন। লিখেছেন মোজাহেদুল ইসলাম কম্পিউটারের নানান ধরনের কাজের জন্য প্রয়োজন বিভিন্ন ধরনের সফটওয়্যার। সাধারণ লখালেখি থেকে শুরু করে ছবি দেখা, গান শোনা, ছবি সম্পাদনা করা কিংবা প্রয়োজনীয় যে কোনো ধরনের কাজের জন্যই প্রয়োজন সফটওয়্যার। এসকল সফটওয়্যারটি অনেক সময় খুঁজে পাওয়া যায় না কারো কাছে। তবে ইন্টারনেট সংযোগ থাকলে খুঁজে বের করা যায় যে কোনো সফটওয়্যার। বেশিরভাগ সফটওয়্যার নিজস্ব ওয়েবসাইট থাকলেও কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলোকে বলা যায় সফটওয়্যার ভান্ডার। এসব ওয়েবসাইটে গেলে সেখান থেকেই পাওয়া যায় প্রয়োজনীয় সব ধরনের সফটওয়্যার। এরকম কিছু ওয়েব সাইটের পরিচিতি তুলে ধরা হলো। সিনেট তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট সকলের নিকট অত্যন্ত জনপ্রিয় একটি ওয়েবসাইট হলো সিনেট। এই সাইটে প্রযুক্তি বিশ্বের খবরাখবর, বিভিন্ন প্রযুক্তি পণ্যের রিভিউসহ রয়েছে সফটওয়্যারের একটি বিশাল সংগ্রহ। ১৯৯৪ সাল থেকে যাত্রা শুরু করে এই সাইটটি সফটওয়্যার ডাউনলোডের একটি নির্ভরশীল স্থানে পরিণত হয়েছে। সিনেট নেটওয়ার্কের আওতায় কাজ শুরু হলেও ২০০৮ সালে সিনেট নেটওয়ার্ক কিনে নেয় বিবিএস ইন্টার্যাকটিভ। সিনেট ডাউনলোড অংশে রয়েছে এর সফটওয়্যার সংগ্রহ যাতে রয়েছে ৪ লাখেরও বেশি সফটওয়্যার। বিভিন্ন ধরনের ক্যাটাগরি থেকে এখানে বেছে নেয়া যায় প্রয়োজনীয় সফটওয়্যার। সিনেট ডাউনলোডের শুরুতেই রয়েছে উইন্ডোজ, ম্যাক, মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েব অ্যাপ্লিকেশন বাছাইয়ের সুবিধা। যে কোনো প্লাটফর্মের জন্যই এতে রয়েছে পপুলার লিংকস সেখান থেকে জনপ্রিয়তম এবং সবচেয়ে বেশি ডাউনলোডকৃত সফটওয়্যারের তালিকা পাওয়া যায়। এর সাব লিংক-এ রয়েছে মোস্ট পপুলার, নিউ রিলিজ, এডিটরস পিক, ইউজার ফেভারিট, টপ ফ্রি ওয়্যার, আপডেট ইওর সফটওয়্যার প্রভৃতি। এর পরে ক্যাটাগরি মেন্যুতে রয়েছে বিভিন্ন ধরনের সফটওয়্যারের তালিকা। এর মধ্যে রয়েছে সিকিউরিটি সফটওয়্যার, ব্রাউজার, বিজনেস সফটওয়্যার, কমিউনিকেশন, ডেস্কটপ এনহ্যান্সমেন্ট, ডিজিটাল ফটো সফটওয়্যার, ড্রাইভার, এডুকেশনাল, এন্টারটেইনমেন্ট, গেমস, গ্রাফিক ডিজাইন, হোম, ইন্টারনেট, ইউটিলিটি, ভিডিও, অডিও প্রভৃতি ক্যাটাগরি। যে কোনো ক্যাটাগরিতে ক্লিক করলেই সংশ্লিষ্ট সফটওয়্যারের তালিকা পাওয়া যাবে। সেখান থেকে যে কোনো সফটওয়্যার ক্লিক করলেই পাওয়া যাবে সফটওয়্যারটি সম্পর্কে যাবতীয় তথ্য, সফটওয়্যারটি নিয়ে একটি রিভিউ এবং ডাউনলোড লিংক। এই সফটওয়্যারটি কতবার ডাউনলোড হয়েছে, সে তথ্যও পাওয়া যাবে সেখানে। এছাড়াও নির্দিষ্ট কোনো সফটওয়্যার খুঁজতে চাইলে সার্চ বক্সে তার নাম লিখলেই সংশ্লিষ্ট সফটওয়্যারটি পাওয়া যাবে। রিভিউসহ সফটওয়্যারের বেশ ভালো একটি সংগ্রহশালা সিনেট ডাউনলোড। এখান থেকে প্রতিদিন প্রায় সাড়ে তিন মিলিয়ন সফটওয়্যার ডাউনলোড হয়। সাইটটির ঠিকানা download.cnet.com ব্রাদারসফট সফটওয়্যারের আর একটি ভালো এবং জনপ্রিয় সংগ্রহ হচ্ছে ব্রাদারসফট। ২০০২ সালে যাত্রা শুরু করা ব্রাদার সফট মূলতই একটি সফটওয়্যার ডাউনলোড পোর্টাল। আলাদা আলাদা ব্যবহারকারীর হিসেবে এটি ইন্টারনেট ট্রাফিক পর্যবেক্ষনকারী সংস্থা কমস্কোরের শীর্ষ ওয়েবসাইটের তালিকাতেও স্থান পেয়েছে। ২ লাখেরও বেশি সফটওয়্যার সংগ্রহ রয়েছে ব্রাদারসফটে। ফ্রি সফটওয়্যারগুলো এখান থেকে ডাউনলোড করা যায় বিনামূল্যেই। এখানেও রয়েছে উইন্ডোজ এবং ম্যাক উভয় প্লাটফর্মের সফটওয়্যার সংগ্রহ। আর প্রতিটি সফটওয়্যার সম্পর্কেই বিস্তারিত আলোচনা রয়েছে। সিকিউরিটি সফটওয়্যার থেকে শুরু করে অডিও-ভিডিও, ছবি সম্পাদনা, ভিডিও সম্পাদনা, ডেস্কটপ ইউটিলিটি, ইন্টারনেট - সব ধরনের সফটওয়্যার রয়েছে এতে। পাশাপাশি রয়েছে গেমস, ওয়েব অ্যাপ্লিকেশন, উইডগেট, ড্রাইভারসহ ওয়ালপেপারও। বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের তৈরি সফটওয়্যারগুলোও ব্রাউজ করা যায় প্রতিষ্ঠানের নাম থেকে ‘ব্র্যান্ড জোন’-এ। আরও রয়েছে সফটওয়্যারের বর্ণানুক্রমিক তালিকা। পাশাপাশি এর ব্লগে ঢুকলে পাওয়া যাবে সফটওয়্যার সম্পর্কিত নানান আলোচনা যা সফটওয়্যারের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকরি ভূমিকা রাখবে। এ সাইটের ঠিকানা www.brothersoft.com সফট পিডিয়া উইন্ডোজ, ম্যাক, লিনাক্সসহ মোবাইল-এর জন্যও নানান ধরনের সফটওয়্যার আর অ্যাপ্লিকেশনের আরেকটি বড় ধরনের সংগ্রহ সফটপিডিয়া। এখানে অবশ্য প্রযুক্তি বিশ্বের নিত্যনতুন খবরাখবরও মিলে থাকে। ২০০১ সালে চালু হওয়া সফটপিডিয়া অনেকের কাছেই সফটওয়্যার ডাউনলোডের অন্যতম নির্ভরযোগ্য একটি ওয়েবসাইট। অ্যালেক্সা ট্রাফিক র্যাংকিং-এ এর স্থান রয়েছে উপরের দিকেই। এখানে বিভিন্ন প্ল্যাটফর্মের মোট সফটওয়্যার অ্যাপ্লিকেশনের সংখ্যা ৮ লাখেরও বেশি। এর সফটওয়্যার ব্রাউজ ট্যাবের মধ্যে রয়েছে উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, ড্রাইভার, গেমস, স্ক্রিপ্ট, মোবাইল ইত্যাদি। যে কোনো ট্যাব থেকেই সংশ্লিষ্ট সফটওয়্যারের তালিকা পাওয়া যায় সহজেই। আর তালিকা থেকে কোনো সফটওয়্যার সিলেক্ট করলে তার রিভিউ এবং অন্যান্য বিস্তারিত তথ্য পাওয়া যায় ডাউনলোড লিংকসহ। সফটওয়্যারের রিভিউ হিসেবে সফটপিডিয়া রিভিউকে বেশ মানসম্মত এবং নির্ভরযোগ্য হিসেবেই মনে করা যায় হয়। সফটপিডিয়ারের ঠিকানা : www.softpedia.com সফটনিক ১৯৯৭ সালে চালু হওয়া সফটনিক মূলতই স্পেনের বার্সোলোনা ভিত্তিক সফটওয়্যার ডাউনলোড পোর্টাল। স্পেনের সবচেয়ে বেশি ভিজিট করা ডাউনলোড পোর্টাল হচ্ছে সফটনিক। স্প্যানিশ ওয়েবসাইট হলেও সফটনিক রয়েছে ইংরেজি ভাষাতেও। এখানে সফটওয়্যার প্লাটফর্ম হিসেবে রয়েছে উইন্ডোজ, ম্যাক, পাম ওএস, পকেট পিসি, ফোন এবং ওয়েব অ্যাপ্লিকেশন। সফটওয়্যার ক্যাটাগরি হিসেবে এখানে রয়েছে ইন্টারনেট, ইউটিলিটিস, ডিজাইন এন্ড ফটোগ্রাফি, কাস্টমাইজ ইওর পিসি, অডিও, ভিডিও, সিকিউরিটি, সাইন্স এন্ড এডুকেশন, ডেভেলপমেন্ট ইত্যাদি। প্রতিটি ক্যাটাগরির মধ্যে রয়েছে বিভিন্ন সাব-ক্যাটাগরি। সফটনিকেও রয়েছে প্রতিটি সফটওয়্যারের রিভিউ, সফটনিক রেটিং, ইউজার রেটিং এবং সফটওয়্যার ব্যবহারকারীদের রিভিউ। আপনি নিজেও সফটনিকে নিবন্ধন করে যে কোনো সফটওয়্যার সম্পর্কিত আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন। পছন্দের এবং প্রয়োজনের সফটওয়্যার ডাউনলোড করতে আপনি ভিজিট করতে পারেন en.softonic.com ওয়েবসাইটে। সফট ৩২ বিভিন্ন সফটওয়্যারের সংগ্রহ, সফটওয়্যারের বর্ণনা ও রিভিউসহ প্রয়োজনীয় আরেকটি ওয়েবসাইট হচ্ছে সফট৩২। এখানেও রয়েছে উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, মোবাইল এবং আইফোনের জন্য আলাদা আলাদা প্লাটফর্মের সফটওয়্যার অ্যাপ্লিকেশন। এর হোম পেজেই রয়েছে লেটেস্ট উইন্ডোজ সফটওয়্যারের একটি তালিকা। তার পরেই রয়েছে সবচেয়ে জনপ্রিয় উইন্ডোজ সফটওয়্যারের তালিকা যাতে আলাদা আলাদা করে ফ্রিওয়্যার এবং শেয়ার ওয়্যার-এর তালিকা রয়েছে। এর ডাউনলোড ক্যাটাগরির মধ্যে রয়েছে অডিও, ডেস্কটপ ম্যানেজমেন্ট, ড্রাইভার, গ্রাফিক্স, ইন্টারনেট, সিকিউরিটি, ভিডিও, বিজনেস, ডেভেলপার টুলস, গেমস, হোম এন্ড এডুকেশন, নেটওয়ার্ক টুলস, সিস্টেম ইউটিলিটিস, ওয়েব অথোরিং প্রভৃতি। প্রতিটি ক্যাটাগরিতেই রয়েছে প্রয়োজনীয় সাব ক্যাটাগরি। পাশাপাশি হট ডাউনলোডের একটি তালিকাতে রয়েছে সাম্প্রতিক সময়ে বেশি ডাউনলোড হওয়া সফটওয়্যারের একটি তালিকা। সফট৩২-এর ঠিকানা www.soft32.com ম্যাক-এর জন্য সফটওয়্যার ম্যাক ব্যবহারকারীদের জন্য বিভিন্ন ক্রস প্লাটফর্ম ডাউনলোড পোর্টালের পাশাপাশি রয়েছে আলাদা আলাদা ওয়েবসাইট। এর মধ্যে অবশ্য অ্যাপল নিজেই ম্যাক-এর নানান অ্যাপ্লিকেশন নিয়ে চালু করেছে ‘ম্যাক অ্যাপ স্টোর’। সেখানে রয়েছে হাজারো অ্যাপ্লিকেশনের সমারোহ। এছাড়াও ম্যাকের জন্য ওয়েবসাইটের মধ্যে রয়েছে best macsoftware.org, www.pure-mac.com প্রভৃতি। আর ম্যাক অ্যাপস্টোরের ঠিকানা: www.apple.com/mac/app-store লিনাক্সের জন্য লিনাক্স প্লাটফর্মের বিভিন্ন সংস্করণের অপারেটিং সিস্টেমের জন্যও রয়েছে বিভিন্ন সফটওয়্যার ডেভেলপারদের তৈরি নানান সফটওয়্যার। তবে লিনাক্স প্লাটফর্মের জন্য ক্যাননিক্যাল-এই রয়েছে লিনাক্স নির্ভর অ্যাপ্লিকেশনের বিশাল এক সংগ্রহ। এর ঠিকানা www.canonical.com। এছাড়াও রয়েছে www.linux.com/directory, www.ubuntu.com প্রভৃতি ওয়েবসাইট সেখান থেকে প্রয়োজনীয় সফটওয়্যারটির ডাউনলোড লিংক পাওয়া যায়।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন