(তরু ও নুহাকে)
আঙুলগুলো
আসলেই যদি
পারতো হতে
দুধে ভাতে পান্তা ভাতে
দীর্ঘ ডানার
পাখির পালক
হৃদয় যদি
পারতো হতে
ঘরের মতো
ঘর ভর্তি
নুহার নোলক
আমিও তখন
সুখে দুঃখে
মহা সুখে
নেচে গেয়ে
বেশে ভূষে
হয়ে যেতাম
রাখাল বালক।
আঙুলগুলো
আসলেই যদি
পারতো হতে
দুধে ভাতে পান্তা ভাতে
দীর্ঘ ডানার
পাখির পালক
হৃদয় যদি
পারতো হতে
ঘরের মতো
ঘর ভর্তি
নুহার নোলক
আমিও তখন
সুখে দুঃখে
মহা সুখে
নেচে গেয়ে
বেশে ভূষে
হয়ে যেতাম
রাখাল বালক।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন