সুর হারিয়ে কণ্ঠ বেসুর হলো
বেজে উঠলো ঝরাপাতার শব্দ
আলোর আকাশ মেঘে
ঢেকে গেলো
হারিয়ে গেলো
স্বপ্ন সুখের চাঁদ।
বেদনার শত-সহস্র সুর বাদ্যে
অশ্রু ঝরে গেলো
মনের আকাশ থেকে
ভুবন-বাতাসে যাতনার কষাঘাত
নীরবে সয়ে গেলো মন।
বেজে উঠলো ঝরাপাতার শব্দ
আলোর আকাশ মেঘে
ঢেকে গেলো
হারিয়ে গেলো
স্বপ্ন সুখের চাঁদ।
বেদনার শত-সহস্র সুর বাদ্যে
অশ্রু ঝরে গেলো
মনের আকাশ থেকে
ভুবন-বাতাসে যাতনার কষাঘাত
নীরবে সয়ে গেলো মন।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন