মা, মাগো একবার তাকাও নিজেকে দেখো
বলেছিলে—অভিমানী সুরে; গায়ের রঙটা তোমার কালো
মা, এই তুমি, সেই তুমি, যেন একটুকরো চাঁদের আলো!
বলেছিলে—বিয়েতে পরেছিলে জড়োয়া গহনা আর মসলিন
বাবা কিন্তু পাল্টায়নি, কিনেছেন দামি কাফন, মিটিয়ে পেনশনের সব বিল।
মা, মাগো একবার তাকাও নিজেকে দেখো
দেখতে তুমি কেমন; মায়াময় স্নিগ্ধ শ্যামল!
কথা হয়েছিল তোমার সাথে গতকাল,
বললে না তো? ফুটেছে হেনা, কামিনী, শিউলি
গন্ধ নিতে আয়, ছুটে আয়রে আমার স্বর্ণকমল।
তুমি নেই বলে; গন্ধরা লুকিয়েছে
রিক্ত, সিক্ত পাপড়ির ভাঁজে ভাঁজে!
তুমি নেই বলে আজ বর্ষারা আসেনি, বিরক্ত হবে ভেবে পালিয়েছে
সূর্যটা কেমন উঁকি মেরে, হাসি-হাসি
রাশি-রাশি রোদ্দুর ছুঁড়ছে!
সেদিন জীবন নদীর বাঁকে দাঁড়িয়েছিলে,
নিজের ছায়া দেখবে বলে—
ভেঙে গেল তা অবারিত ঢিলে!
বেদনা-বিধুর জীবনে চিড় ধরিয়ে চলে গেলে
নীল অসীম দিগন্তে।
বলেছিলে—অভিমানী সুরে; গায়ের রঙটা তোমার কালো
মা, এই তুমি, সেই তুমি, যেন একটুকরো চাঁদের আলো!
বলেছিলে—বিয়েতে পরেছিলে জড়োয়া গহনা আর মসলিন
বাবা কিন্তু পাল্টায়নি, কিনেছেন দামি কাফন, মিটিয়ে পেনশনের সব বিল।
মা, মাগো একবার তাকাও নিজেকে দেখো
দেখতে তুমি কেমন; মায়াময় স্নিগ্ধ শ্যামল!
কথা হয়েছিল তোমার সাথে গতকাল,
বললে না তো? ফুটেছে হেনা, কামিনী, শিউলি
গন্ধ নিতে আয়, ছুটে আয়রে আমার স্বর্ণকমল।
তুমি নেই বলে; গন্ধরা লুকিয়েছে
রিক্ত, সিক্ত পাপড়ির ভাঁজে ভাঁজে!
তুমি নেই বলে আজ বর্ষারা আসেনি, বিরক্ত হবে ভেবে পালিয়েছে
সূর্যটা কেমন উঁকি মেরে, হাসি-হাসি
রাশি-রাশি রোদ্দুর ছুঁড়ছে!
সেদিন জীবন নদীর বাঁকে দাঁড়িয়েছিলে,
নিজের ছায়া দেখবে বলে—
ভেঙে গেল তা অবারিত ঢিলে!
বেদনা-বিধুর জীবনে চিড় ধরিয়ে চলে গেলে
নীল অসীম দিগন্তে।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন