তুমি কি শাতিল আরব
নাকি সেই দ্বীপের জল,
না না তা কেন হবে
তুমি সকালের নরম ঘাসে শিশির টলমল।
তুমি নজরুলের কবিতায় গুবাক তরু
নিশীথ জাগার সাথী,
জীবনানন্দের ছন্দ ছাড়া কবিতায়
রূপসী বাংলার ছবি।
তুমি পূর্ণিমায় ঝরানো জ্যোত্স্না
যেন বা স্বর্গের অপ্সরী,
হতে পার তুমি জুঁই চামেলী চাঁপা
অথবা নীল অপরাজিতার পাপড়ি।
আমি ও কি হবো না ওই নীল পুষ্প
নইলে বা তার বৃন্তের কাঁটা,
ঋতুরাজ তাই দিয়ে যাবে দোল
আলাপন হবে নিরিবিলি আধো আধো বোল।
সূত্র : আমার দেশ
আপনি আছেন: জোনাকী > অপরিচিতা ।। এনামুল হায়াত
অপরিচিতা ।। এনামুল হায়াত
প্রসঙ্গ এনামুল হায়াত, কবিতা
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন