ভূমিষ্ঠেই শালদুধের হরতাল শুনেছি
মায়ের জঠর ছিড়ে তাই—
মুষ্টিবদ্ধ ম"ত্যু ুধার মিছিলে নেমেছি।
জরায়ুমুখের মানচিত্রে উন্নত শির তুলে
যোগ দিয়েছি উত্তাল-জন-সংগ্রামী প্রেরণার।
সদ্য ভূমিষ্ঠ শিশুর শরীরে মাখা—
জন্মরক্ত দাগের সাহসী অঙ্গীকার
লিখিত সংবিধানের স্বারিত দলিলের মৌলিকত্বে
সুখ আমাদের জন্মের অধিকার।
সূত্র : আমার দেশ
আপনি আছেন: জোনাকী > জন্মযাত্রা ।। নৌশিয়া নাজনীন
জন্মযাত্রা ।। নৌশিয়া নাজনীন
প্রসঙ্গ কবিতা, নৌশিয়া নাজনীন
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন