একদা মায়ের ভীষন অসুখ
বায়োজীদ পড়ার ঘরে
অসুস্থ মা ঘুম নাই চোখে
পানি পিপাসায় মরে।
জ্বরে তো মায়ের গা যায় পুড়ে
ঘুম নাই দুটি চোখে,
মা বললেন একটু পানি
ঢাল বায়োজীদ মুখে।
বায়োজীদ তখন পড়ি কি মরি
যায় কলসির দ্বারে
সেথায় গিয়ে দেখে
এতটুকু পানি নাই কলসিতে পড়ে;
বায়োজীদ তখন গভীর আঁধারে
কূপের কাছে যায়
সেথায় গিয়ে কলসিতে ভরে
পানি নিয়ে আসে তায়।
বায়োজীদ যখন পানি নিয়ে
মায়ের কাছে যায়,
মা তখন ঘুমে বিভোর-
বায়োজীদ দেখতে পায়।
বায়োজীদ ভাবে অসুস্থ মা
ঘুম ভাঙ্গা কি ঠিক হবে!
বায়োজীদ তখন পানি নিয়ে গ্লাসে
দাঁড়ায় শিয়রের আগে।
সকালে মা ঘুম থেকে উঠে
ছেলেকে দেখতে পেয়ে
মায়ের প্রতি ভক্তি দেখে
প্রাণ ভরে দোয়া করে।
ইনি হলেন বিশ্ব ওলী
বায়োজীদ বোস্তামী
তাইতো আজ শপথ করি
তার আদর্শে অনুপ্রাণিত আমি।
মাসিক কিশোর সাহিত্যে প্রকাশিত
বায়োজীদ পড়ার ঘরে
অসুস্থ মা ঘুম নাই চোখে
পানি পিপাসায় মরে।
জ্বরে তো মায়ের গা যায় পুড়ে
ঘুম নাই দুটি চোখে,
মা বললেন একটু পানি
ঢাল বায়োজীদ মুখে।
বায়োজীদ তখন পড়ি কি মরি
যায় কলসির দ্বারে
সেথায় গিয়ে দেখে
এতটুকু পানি নাই কলসিতে পড়ে;
বায়োজীদ তখন গভীর আঁধারে
কূপের কাছে যায়
সেথায় গিয়ে কলসিতে ভরে
পানি নিয়ে আসে তায়।
বায়োজীদ যখন পানি নিয়ে
মায়ের কাছে যায়,
মা তখন ঘুমে বিভোর-
বায়োজীদ দেখতে পায়।
বায়োজীদ ভাবে অসুস্থ মা
ঘুম ভাঙ্গা কি ঠিক হবে!
বায়োজীদ তখন পানি নিয়ে গ্লাসে
দাঁড়ায় শিয়রের আগে।
সকালে মা ঘুম থেকে উঠে
ছেলেকে দেখতে পেয়ে
মায়ের প্রতি ভক্তি দেখে
প্রাণ ভরে দোয়া করে।
ইনি হলেন বিশ্ব ওলী
বায়োজীদ বোস্তামী
তাইতো আজ শপথ করি
তার আদর্শে অনুপ্রাণিত আমি।
মাসিক কিশোর সাহিত্যে প্রকাশিত
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন