হারিয়েছে হাসির ঝিলিক
হারিয়ে গেছে মাঠ
নরম তুলো জীবন হলো
শুকনো আমের কাঠ।
হারিয়েছি পুকুর দীঘি
সাঁতার কাটার দিন
সব হারিয়ে আমরা বাজাই
বিষণ্নতায় বীণ।
হারিয়েছে প্রিয়রা সব
বেড়ে উঠার সাথী
কই হারালো আনন্দময়
অবাক মাতামাতি।
হারিয়েছে ভাইয়ের আদর
বোনের ভালোবাসা
কই গেল সব হারিয়ে
বড় হওয়ার আশা।
হারিছে গণতন্ত্র
বাঁচার স্বাধীনতা
সবখানেতেই ঢুকে গেছে
বিশ্রী কৃত্রিমতা।
২৭ জুন, ২০১১
হারিয়ে গেছে মাঠ
নরম তুলো জীবন হলো
শুকনো আমের কাঠ।
হারিয়েছি পুকুর দীঘি
সাঁতার কাটার দিন
সব হারিয়ে আমরা বাজাই
বিষণ্নতায় বীণ।
হারিয়েছে প্রিয়রা সব
বেড়ে উঠার সাথী
কই হারালো আনন্দময়
অবাক মাতামাতি।
হারিয়েছে ভাইয়ের আদর
বোনের ভালোবাসা
কই গেল সব হারিয়ে
বড় হওয়ার আশা।
হারিছে গণতন্ত্র
বাঁচার স্বাধীনতা
সবখানেতেই ঢুকে গেছে
বিশ্রী কৃত্রিমতা।
২৭ জুন, ২০১১
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন