আপনার চেয়ে
আরো আপনা হয়ে,
ছিলে স্বপ্ন মধুর
তুমি দিনগুলি মোর।
কারে যে দিয়ে দেখা
আমারে রেখে একা,
হারায়ে গিয়াছ আজ
অনেক অনেকটা দূর।
নিকটে ছিলে
আরো অতি নিকটে,
নিলে নিজেরে সরায়ে তুমি
কোন সে সুদূর।
হতে যে তোমার
তুমি আমারে করে পর,
দিলে বেদনা বিধুর,
একি যাতনা মধুর!
বিষাদ মাখা স্পর্শে আমায় করে
চূর্ণ হতে আরো চূর।
আজো নিশীথ রাতে
কর তোমাতে বিভোর,
মোর মনেতে জাগাও
কি যে শোর।
ছিলে স্বপ্ন মধুর তুমি
দিনগুলি মোর,
আজ হারায়ে গিয়াছ তুমি
অনেক অনেকটা দূর
করে বিষাদ মাখা স্পর্শে আমায়
চূর্ণ হতে আরো চূর।
আরো আপনা হয়ে,
ছিলে স্বপ্ন মধুর
তুমি দিনগুলি মোর।
কারে যে দিয়ে দেখা
আমারে রেখে একা,
হারায়ে গিয়াছ আজ
অনেক অনেকটা দূর।
নিকটে ছিলে
আরো অতি নিকটে,
নিলে নিজেরে সরায়ে তুমি
কোন সে সুদূর।
হতে যে তোমার
তুমি আমারে করে পর,
দিলে বেদনা বিধুর,
একি যাতনা মধুর!
বিষাদ মাখা স্পর্শে আমায় করে
চূর্ণ হতে আরো চূর।
আজো নিশীথ রাতে
কর তোমাতে বিভোর,
মোর মনেতে জাগাও
কি যে শোর।
ছিলে স্বপ্ন মধুর তুমি
দিনগুলি মোর,
আজ হারায়ে গিয়াছ তুমি
অনেক অনেকটা দূর
করে বিষাদ মাখা স্পর্শে আমায়
চূর্ণ হতে আরো চূর।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন