নীল জোৎস্নার রাতে
স্বপ্নগুলো মুঠোবন্দী হাতে
সবুজ সবুজ পাতা
স্বপ্নগুলো ভর্তি রাখা খাতা।
যখন ফুল-পাখিদের গান
মুছে গিয়ে জোৎস্না হলো ম্লান
তোমার কাছে আমার নিবেদন
ভালোবাসা ভরে দিও মন।
তোমার দিলাম ফুল ফোটা সে রাত
তারা ঝরা ফুল পারিজাত।
তোমার নিয়ে ভরলো আমার খাতা
জোৎস্না রাতে তুমিই সবুজ পাতা।
স্বপ্নগুলো মুঠোবন্দী হাতে
সবুজ সবুজ পাতা
স্বপ্নগুলো ভর্তি রাখা খাতা।
যখন ফুল-পাখিদের গান
মুছে গিয়ে জোৎস্না হলো ম্লান
তোমার কাছে আমার নিবেদন
ভালোবাসা ভরে দিও মন।
তোমার দিলাম ফুল ফোটা সে রাত
তারা ঝরা ফুল পারিজাত।
তোমার নিয়ে ভরলো আমার খাতা
জোৎস্না রাতে তুমিই সবুজ পাতা।
1 Comment:
ধন্যবাদ কবি বাদশা মিন্টু ভাই। অনেক সুন্দর লিখেছেন...
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন