আজ জগতের পূণ্যরাত
লাইলাতুল বরাত।
মহান এ সৌভাগ্যের রজনী
আসো হে মুসলিম দীক্ষনিহ
খোদার তরে মস্তক করি অবনত
এ রজনীর মহিমা রাখিব সমুন্নত
বিশ্ব নবীর সে অমাঘ বাণী
লাইলাতুল বরাত কে সম্মান জানি
পাপ পূণ্যের হিসাবের দলীল
পেশ করা হয় এই রাতে
যুগ যুগ ধরে মুসলিম উম্মাহ
মসগুল থাকে বন্দেগিতে ।
ফরিয়াদ জানায় ওগো দয়াময়-
পাপে তাপে মোর পূর্ণ হৃদয়
ক্ষমা করে দাও হে করুণাময়।
জন্ম মৃত্যু মঙ্গলা মঙ্গল রিজিক
সবই মালিক তোমার হাতে
বিলিয়ে দাও আজ বান্দার তরে
দৌলতের এই পূণ্য রাতে
স্মরণ করে এ মহিমান্বিত রজনী
দিয়েছেন নবী’ কতো যে বাণী
তা থেকেই শুধু পাবে আহরি
এর নিগুঢ় পূর্ণ লহরী।
লাইলাতুল বরাত।
মহান এ সৌভাগ্যের রজনী
আসো হে মুসলিম দীক্ষনিহ
খোদার তরে মস্তক করি অবনত
এ রজনীর মহিমা রাখিব সমুন্নত
বিশ্ব নবীর সে অমাঘ বাণী
লাইলাতুল বরাত কে সম্মান জানি
পাপ পূণ্যের হিসাবের দলীল
পেশ করা হয় এই রাতে
যুগ যুগ ধরে মুসলিম উম্মাহ
মসগুল থাকে বন্দেগিতে ।
ফরিয়াদ জানায় ওগো দয়াময়-
পাপে তাপে মোর পূর্ণ হৃদয়
ক্ষমা করে দাও হে করুণাময়।
জন্ম মৃত্যু মঙ্গলা মঙ্গল রিজিক
সবই মালিক তোমার হাতে
বিলিয়ে দাও আজ বান্দার তরে
দৌলতের এই পূণ্য রাতে
স্মরণ করে এ মহিমান্বিত রজনী
দিয়েছেন নবী’ কতো যে বাণী
তা থেকেই শুধু পাবে আহরি
এর নিগুঢ় পূর্ণ লহরী।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন