পিতা ভাই প্রেমিক কিংবা বন্ধু
কেউই সহমর্মীর আলিঙ্গনে জড়ায়নি তোমাকে
অগ্রজ পুরুষের পাপের জন্যে ক্ষমা চাই
ক্ষমা করো বিদগ্ধ নারী
যুদ্ধের জীবন্ত স্মারক
‘বীরাঙ্গনা’ শব্দকে যারা করে তুলেছে বারাঙ্গনা
যে সমাজ তোমাকে ছুঁড়ে দিয়েছে অন্ধকারে
যে-পুরুষসমাজ তোমাকে করেছে করুণা
কুকুরের মতো শুধু শুঁকেছে শরীর
তাদের পাপের কোনো ক্ষমা নেই জানি
তবু আজ অপরাধবোধে ন্যুব্জ আমি
তোমার মুখের দিকে তাকানোর সাহস পাই না
শুধু ক্ষমা চাই
শুরু হয়ে গেছে ডিসেম্বরের বাঁধা উত্সব
উত্সবের পেছনে সারি সারি শব
একেকটি তোপধ্বনির নেপথ্যে লক্ষ নারীর ক্রন্দন
একেকটি উড্ডীন পতাকার পেছনে নয় মাসের বস্ত্রহীনতা
একেকটি আলোকসজ্জার অন্তরালে অনপনেয় অন্ধকার
ক্ষমা চাই
হে সম্মানিতা, হে যুদ্ধদংশিতা অগ্নিশুদ্ধ
পুরুষজাতক এই পাপীকে ক্ষমা করো
ক্ষমা চাই
সূত্র : আমার দেশ
কেউই সহমর্মীর আলিঙ্গনে জড়ায়নি তোমাকে
অগ্রজ পুরুষের পাপের জন্যে ক্ষমা চাই
ক্ষমা করো বিদগ্ধ নারী
যুদ্ধের জীবন্ত স্মারক
‘বীরাঙ্গনা’ শব্দকে যারা করে তুলেছে বারাঙ্গনা
যে সমাজ তোমাকে ছুঁড়ে দিয়েছে অন্ধকারে
যে-পুরুষসমাজ তোমাকে করেছে করুণা
কুকুরের মতো শুধু শুঁকেছে শরীর
তাদের পাপের কোনো ক্ষমা নেই জানি
তবু আজ অপরাধবোধে ন্যুব্জ আমি
তোমার মুখের দিকে তাকানোর সাহস পাই না
শুধু ক্ষমা চাই
শুরু হয়ে গেছে ডিসেম্বরের বাঁধা উত্সব
উত্সবের পেছনে সারি সারি শব
একেকটি তোপধ্বনির নেপথ্যে লক্ষ নারীর ক্রন্দন
একেকটি উড্ডীন পতাকার পেছনে নয় মাসের বস্ত্রহীনতা
একেকটি আলোকসজ্জার অন্তরালে অনপনেয় অন্ধকার
ক্ষমা চাই
হে সম্মানিতা, হে যুদ্ধদংশিতা অগ্নিশুদ্ধ
পুরুষজাতক এই পাপীকে ক্ষমা করো
ক্ষমা চাই
সূত্র : আমার দেশ
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন