এই যে নীল জামাটা দেখছ, যে টা আমি পরে আছি
এর ভিতরেই বুক লুকিয়ে রেখেছি ,
আর বুকের যে পাশটায় রক্ত জমে আছে নীল হয়ে
সেখানটায় আছে হৃদয় ... ।
যত নষ্ট কষ্ট সব এখানটায় পুষে রেখেছি
কোন একদিন এখানে ছিল প্রেম
ছিল প্রিয়ার জন্য সীমাহীন ভালবাসা ...
আর আজ .........
আজ ভালবাসা শুধুই কালের সৃতি
চারিদিকে ছড়িয়ে...
