কন্যা তোমার কখন সময় হবে?
বাইরে আকাশ
মেঘভারে নুয়ে আছে;
কখন আমরা ভিজবো বৃষ্টিতে?
কন্যা তোমার কখন সময় হবে?
গতকাল রাতে
ঢল নেমেছিল জ্যোস্নার;
চাদনী রাতে
কখন আমরা বসবো মুখোমুখি?
কন্যা তোমার কখন সময় হবে?
শ্রাবণ শেষে
কাশফুলে সাদা সাভার;
কখন আমরা হাটবো কাশবনে?
(সংগৃহিত)
বাইরে আকাশ
মেঘভারে নুয়ে আছে;
কখন আমরা ভিজবো বৃষ্টিতে?
কন্যা তোমার কখন সময় হবে?
গতকাল রাতে
ঢল নেমেছিল জ্যোস্নার;
চাদনী রাতে
কখন আমরা বসবো মুখোমুখি?
কন্যা তোমার কখন সময় হবে?
শ্রাবণ শেষে
কাশফুলে সাদা সাভার;
কখন আমরা হাটবো কাশবনে?
(সংগৃহিত)
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন