ঝিলের ধারে জোনাক জ্বলে-
জোনাক আলোয় দেখেছি তোমার রূপ,
সেই রূপের-ই পাগল আমি-
“ভালবাসি তোমায় আমি” বলতে শুধু চাই,
সত্য কথা বলছি আমি-
মিথ্যে যে তা নয়। তোমার কথা ভাবি আমি-
তোমায় নিয়ে ঘর বাঁধতে চাই,
সেই ঘরেতে আমরা দু’জন-
থাকবো সুখে সারাজীবন,
কষ্ট পেলেও দুঃখ পেলেও-
রাজী আছি তায়...
তোমায় শুধু কাছে পেতে চাই...
জোনাক আলোয় দেখেছি তোমার রূপ,
সেই রূপের-ই পাগল আমি-
“ভালবাসি তোমায় আমি” বলতে শুধু চাই,
সত্য কথা বলছি আমি-
মিথ্যে যে তা নয়। তোমার কথা ভাবি আমি-
তোমায় নিয়ে ঘর বাঁধতে চাই,
সেই ঘরেতে আমরা দু’জন-
থাকবো সুখে সারাজীবন,
কষ্ট পেলেও দুঃখ পেলেও-
রাজী আছি তায়...
তোমায় শুধু কাছে পেতে চাই...
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন