এই চরাচর হোক নিরাপদ
সকল লোকের তরে;
এই ধরণী সুন্দর হোক
পূণ্যে ও প্রেমে ভরে।
হিংস্রতা সব যাক্ দূরে যাক্
হিংসাও যাক্ দূরে,
মানব সত্ত্বার মহামহিমায়;
মনুষ্যত্বের শুভ চেতনায়,
ভালবাসায় হৃদয় ভরে।
সিংহের মত হিংস্র যারা,
বাঘ্রের মত খুনাপায়ীরা;
হৃদয়গুলি তাদের, প্রেমে যাক্ ভরে।
এই ধরণী হোক নিরাপদ;
সকল লোকের তরে।
০৪/০১/২০১১
আপনি আছেন: জোনাকী > সকল লোকের তরে
সকল লোকের তরে
প্রসঙ্গ কবিতা, জহির রহমান
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন