পৃথিবীতে আসার আগে জানতাম কি আমরা
কত সুন্দর করে পৃথিবীটা সাজিয়েছেন প্রভূ
জন্মবার পরে পৃথিবীর মানুষগুলো
স্বাগত জানিয়েছে আল্লাহু আকবর ধ্বনি দিয়ে
আল্লাহর কাছে সে শুকরিয়া।
আমার এ জীবনটা যাদের কষ্ট ত্যাগে
হাজারো কদমবুছি তাদের পায়েতে
যার কথা না বললেই নয়
সে মায়ের ঋণ কখনো শোধ করার নয়
পৃথিবীর আলো দেখিয়েছেন আমায়
যার বিনিময় পুরো পৃথিবী
তবু শোধ হবার নয়,
আপনজনদের দুঃখ দেবনা
করেছি মনস্থ,
জন্মই বৃথা দুঃখ দিলে জননী জনককে
জননীর পদতলে সন্তানের বেহেস্ত
কখনো যেন নাই যাই ভুলে।
০৩ ফেব্রুয়ারি, ২০১৪
(জন্মদিনে লেখা)
কত সুন্দর করে পৃথিবীটা সাজিয়েছেন প্রভূ
জন্মবার পরে পৃথিবীর মানুষগুলো
স্বাগত জানিয়েছে আল্লাহু আকবর ধ্বনি দিয়ে
আল্লাহর কাছে সে শুকরিয়া।
আমার এ জীবনটা যাদের কষ্ট ত্যাগে
হাজারো কদমবুছি তাদের পায়েতে
যার কথা না বললেই নয়
সে মায়ের ঋণ কখনো শোধ করার নয়
পৃথিবীর আলো দেখিয়েছেন আমায়
যার বিনিময় পুরো পৃথিবী
তবু শোধ হবার নয়,
আপনজনদের দুঃখ দেবনা
করেছি মনস্থ,
জন্মই বৃথা দুঃখ দিলে জননী জনককে
জননীর পদতলে সন্তানের বেহেস্ত
কখনো যেন নাই যাই ভুলে।
০৩ ফেব্রুয়ারি, ২০১৪
(জন্মদিনে লেখা)
2 Comments:
O tainaki! jantam nato Raju j ato valo kobita lakho.onak onak subokamona roylo.
Akthu o to boloni bondhu akta kobita lekheco... Nice lekheco bondhu!
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন