সান্তনার কোন ভাষা আমার জানা নেই
কষ্টে প্রাণ কাতর হলে
আপনার মাঝেই ডুব দেই
শরীরে জমিয়ে উঠে ক্লান্তির এক সমুদ্র
বরফ ফোঁটার মত গলে পড়ে অশ্রু
হৃদয়ের কোকড়ানো কান্নার শব্দ
ভেসে যায় নাকো দূরে
কেহ জানেনাতো
কিসে খাচ্ছে আমায় তিলে তিলে
তোমার দেওয়া কষ্ট গুলো
বুকের পাজঁর ভেঙ্গে দিচ্ছে বারেবার
তোমার দেওয়া স্মৃতি গুলো
থমকে দাঁড়ায়, ভাবায় আবার।
২২ ফেব্রুয়ারী ২০১১ইং
3 Comments:
সুন্দর হইছে।আমার জন্য দিছ বলে আরও জোস হইছে :)
তোমার কষ্টে কে কে কষ্টিত তার কোন রাখ কি খবর?
জান কি হৃদয় তব কজনের প্রেমের কবর?
মানুষ বড় দূর্বল প্রানী!!
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন