কী যে এক ভালো লাগায় ভরে আছে মন
তা আমি বোঝাতে পারব না কখনো এমন
কী যে এক সূক্ষ্ম অনুভূতিতে ছুঁয়ে আছে হৃদয়
লেখা আর হয় না তা কখনোই জানি
জানি তুমি হাত মেললেই একই সাথে ফুটে গেল সমস্ত ফুলের পাপড়ি
তুমি হাসলেই হেসে উঠল পরিপূর্ণ সূর্যটা পূর্ব দিগন্তে
তুমি হাঁটলেই সমস্ত শক্তি ভর করল আমার উপর
তুমি ভালবাসলেই নিঃস্ব এই আমি হয়ে উঠি মুহূর্তেই রত্নাকর
তুমি তাকালেই পৃথিবীর সমস্ত ডুবুরির প্রথম আকর্ষণ হয়ে উঠি রোজ
আমাদের সুখের ভেতর আমাদের দুখের ভেতর
আমাদের অনন্য অদম্য গল্পের ভেতর
আপাদমস্তক আন্দোলিত করে ওঠে যখন তখন
আদি সৃষ্টির অন্তরালে অতন্দ্র প্রহরীর মত অনন্য শুভ্রতাকে
টেনে আনি খুব কাছাকাছি
যেমন ফুল থেকে ঘ্রাণের
দেহ থেকে প্রাণের এবং
মন থেকে মাধুরীর মত পাশাপাশি
সূত্র : আমার দেশ
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন