বিচিত্র দুনিয়াতে রয়েছে বিচিত্র সব তথ্য আর জানা-অজানা নানান কথা। কিছু আমাদের জানা আর বাকি কিছু অন্যদের জানা। জানা-অজানা সেই সব তথ্যের ভিন্ন রকম উপস্থাপনার ছোট্ট এই প্রচেষ্টা.....
জানা !! আবার অজানাও হতে পারে ১১
লবণ
পৃথিবীর সব সাগরে যে পরিমাণ লবণ আছে তা দিয়ে পৃথিবীকে ৫০০ ফুট পুরু লবণের স্তূপ দিয়ে ঢেকে ফেলা যাবে।
কে-টু পাহাড়
সমুদ্র সমতল থেকে হিসেব করলে পৃথিবীর দ্বিতীয় সবোর্চ্চ শৃঙ্গ পাকিস্তান ও চীন সীমান্তের কে-টু পাহাড়। এর উচ্চতা ২৮ হাজার ২৫১ ফুট (৮ হাজার ৬১১ মিটার)।
বাঁশ
সবচেয়ে লম্বা ঘাসের নাম জানো? বাঁশ। এই ঘাস লম্বায় ১৩০ ফুটও হতে পারে।
নেপোলিয়ন
নেপোলিয়ন বিড়ালকে বেশি ভয় পেত।
চা বাগান
দেশে প্রথম চা বাগান করা হয় সিলেটের মালনীছড়িতে।
কনসার্ট ফর বাংলাদেশ
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের শরণার্থীদের সহযোগিতার উদ্দেশ্যে উদ্দেশ্যে আয়োজিত কনসার্ট ফর বাংলাদেশ কনসার্ট ও অন্যান্য অনুষঙ্গ হতে প্রাপ্ত অর্থ সাহায্যের পরিমাণ ছিল প্রায় ২৪৩,৪১৮.৫১ মার্কিন ডলার।
চুল
একজন মানুষের মাথার চুলে ধোয়া, ব্রাশ করা বা আঁচড়ানোর কারণে প্রতিদিন গড়ে ৭০ থেকে ১৫০টি পড়ে যায়।
জানা!! আবার অজানাও হতে পারে ১ম পর্ব, ২য় পর্ব, ৩য় পর্ব , ৪র্থ পর্ব , ৫ম পর্ব , ৬ষ্ঠ পর্ব, ৭ম পর্ব, ৮ম পর্ব, ৯ম পর্ব, ১০ম পর্ব,
এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝি পোকার বাগানে নিমন্ত্রণ।
জানা !! আবার অজানাও হতে পারে ১১
লবণ
পৃথিবীর সব সাগরে যে পরিমাণ লবণ আছে তা দিয়ে পৃথিবীকে ৫০০ ফুট পুরু লবণের স্তূপ দিয়ে ঢেকে ফেলা যাবে।
কে-টু পাহাড়
সমুদ্র সমতল থেকে হিসেব করলে পৃথিবীর দ্বিতীয় সবোর্চ্চ শৃঙ্গ পাকিস্তান ও চীন সীমান্তের কে-টু পাহাড়। এর উচ্চতা ২৮ হাজার ২৫১ ফুট (৮ হাজার ৬১১ মিটার)।
বাঁশ
সবচেয়ে লম্বা ঘাসের নাম জানো? বাঁশ। এই ঘাস লম্বায় ১৩০ ফুটও হতে পারে।
নেপোলিয়ন
নেপোলিয়ন বিড়ালকে বেশি ভয় পেত।
চা বাগান
দেশে প্রথম চা বাগান করা হয় সিলেটের মালনীছড়িতে।
কনসার্ট ফর বাংলাদেশ
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের শরণার্থীদের সহযোগিতার উদ্দেশ্যে উদ্দেশ্যে আয়োজিত কনসার্ট ফর বাংলাদেশ কনসার্ট ও অন্যান্য অনুষঙ্গ হতে প্রাপ্ত অর্থ সাহায্যের পরিমাণ ছিল প্রায় ২৪৩,৪১৮.৫১ মার্কিন ডলার।
চুল
একজন মানুষের মাথার চুলে ধোয়া, ব্রাশ করা বা আঁচড়ানোর কারণে প্রতিদিন গড়ে ৭০ থেকে ১৫০টি পড়ে যায়।
জানা!! আবার অজানাও হতে পারে ১ম পর্ব, ২য় পর্ব, ৩য় পর্ব , ৪র্থ পর্ব , ৫ম পর্ব , ৬ষ্ঠ পর্ব, ৭ম পর্ব, ৮ম পর্ব, ৯ম পর্ব, ১০ম পর্ব,
এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝি পোকার বাগানে নিমন্ত্রণ।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন