জানালা খুলে বসে আছি
তোমার প্রতিক্ষায়,
তোমার জন্য চাঁদ মামা,
জোসনা ছড়ায়,
মিটি মিটি জোনাকীরা
পাহারা বসায়।আসবে তুমি মৃদু্ পায়ে
গোলাপ, জুঁই, বেলী চুঁযে,
গন্ধরাজও সুবাস ছড়ায়
বড্ড বেশি তোমায় ভাবায়;
ঝিঁঝিঁরা সব ডাক থামিয়ে
তুমি আসার প্রহর গুনে,
আসবে তুমি আঁধার ঠেলে
প্রকৃতি ব্যস্ত আয়োজনে...
২৪.৪.২০১১
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন