রোহান বাবু পড়তে বসে
জান্লা দিয়ে হঠাৎ শোনে
দোয়েল পাখির ডাক
দোয়েলটা যে বেড়ায় চষে
দেশ-দুনিয়া, যায় পেরিয়ে-
হাজার হাজার বাঁক।
দোয়েল খাঁটি বাংলা ভাষায়
বলল, রোহান কেমন আছো?
অবাকতো সে, কেমন করে? দোয়েল তুমি-
এত্তো ভালো বলতে আছো?
বলল দোয়েল, বাংলাদেশে
আমি হলাম পাখির সেরা
তার’চে বড় বাংলাভাষা
ভালোবাসি, ভালোবাসা
এই ভাষাতে বলতে পেরে
মুগ্ধ আমি, মুগ্ধ এরা।
রোহান দেখে অনেক পাখি
সমস্বরে বলছে কথা
ভাঙছে সবার নীরবতা
রোহান বাবুর ঘুম পেয়ে যায়
ঘুমের দেশে নিজকে হারায়
ঘুম ভেঙে তার পড়লো মনে
দোয়েল ও তার বাংলা বুলি
সত্যি যদি এমন হতো
ধন্য হতো দেশ মাটি আর-
মাটির ধুলি।
সূত্র : সোনার বাংলাদেশ
জান্লা দিয়ে হঠাৎ শোনে
দোয়েল পাখির ডাক
দোয়েলটা যে বেড়ায় চষে
দেশ-দুনিয়া, যায় পেরিয়ে-
হাজার হাজার বাঁক।
দোয়েল খাঁটি বাংলা ভাষায়
বলল, রোহান কেমন আছো?
অবাকতো সে, কেমন করে? দোয়েল তুমি-
এত্তো ভালো বলতে আছো?
বলল দোয়েল, বাংলাদেশে
আমি হলাম পাখির সেরা
তার’চে বড় বাংলাভাষা
ভালোবাসি, ভালোবাসা
এই ভাষাতে বলতে পেরে
মুগ্ধ আমি, মুগ্ধ এরা।
রোহান দেখে অনেক পাখি
সমস্বরে বলছে কথা
ভাঙছে সবার নীরবতা
রোহান বাবুর ঘুম পেয়ে যায়
ঘুমের দেশে নিজকে হারায়
ঘুম ভেঙে তার পড়লো মনে
দোয়েল ও তার বাংলা বুলি
সত্যি যদি এমন হতো
ধন্য হতো দেশ মাটি আর-
মাটির ধুলি।
সূত্র : সোনার বাংলাদেশ
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন