যেদিন আমার
জীবন নামাক কলমের কালি হয়ে যাবে শেষ
বাড়ীতে পরিবে কান্নার রোল,
আত্নীয় স্বজন পাইবে খবর
আসিবে দেখিতে আমায়।
মা আমার কাঁদিবে সেদিন
বলে হায় হায়।সেদিন,
কেউ আনিবে কাফনের কাপড়
কেউ গরম করিবে জল.
কেউ কাঁটিবে ঝাড়ের বাঁশ
কেউ আসিয়া খুঁজিবে আমার লাশ।
কেউ খুড়িবে কবর,
মা আমার সেদিন
কান্নার থাকিবে বিভোর।
গোসল দিয়ে সাদা কাপড়ে জড়াবে
কাঠের পালকি সাজাবে
প্রার্থনা শেষে কাঁধে তুলিবে লাশ
সবাই জানাবে আমায় বিদায়,
মা আমার কাঁদিবে সেদিন
বলে হায় হায়।
সূত্র : হিমেলের ছোট্ট ঘর
জীবন নামাক কলমের কালি হয়ে যাবে শেষ
বাড়ীতে পরিবে কান্নার রোল,
আত্নীয় স্বজন পাইবে খবর
আসিবে দেখিতে আমায়।
মা আমার কাঁদিবে সেদিন
বলে হায় হায়।সেদিন,
কেউ আনিবে কাফনের কাপড়
কেউ গরম করিবে জল.
কেউ কাঁটিবে ঝাড়ের বাঁশ
কেউ আসিয়া খুঁজিবে আমার লাশ।
কেউ খুড়িবে কবর,
মা আমার সেদিন
কান্নার থাকিবে বিভোর।
গোসল দিয়ে সাদা কাপড়ে জড়াবে
কাঠের পালকি সাজাবে
প্রার্থনা শেষে কাঁধে তুলিবে লাশ
সবাই জানাবে আমায় বিদায়,
মা আমার কাঁদিবে সেদিন
বলে হায় হায়।
সূত্র : হিমেলের ছোট্ট ঘর
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন