শেয়ার বাজারে ঘটে গেল যা
আমজনতা জানেনাকি তা!
লাটির চোটে মাথা ফাটে
ফিনকি দিয়ে রক্ত ছোটে।
পায়নি ক্ষমা সেও
বিনিয়োগকারী সেই বুড়ো।
শেয়ার বাজারে আজ
জুড়ারীদেরই রাজ্।বুঝিনা আমি কিছু
তাই নিচ্ছিনা তাদের পিছু।
শেয়ার বাজারে মন্দা কেন
তোমরা কি তার খবর জানো?
দেশটা নিয়ে চলছে জুয়া
উদ্ধিগ্ন তাই সাধারণ জনও।
খাল কেটে আনা কুমির
আমাদেরই কাজ;
তাইতো দেশে চলছে আজ
সন্ত্রাসীদের রাজ্।
স্পীক এশিয়া, ইউনিপে এমএলএম এসে
খাচ্ছে দেশটা চুষে।
লাভ দেবার নাম করে
অর্থনৈতিক মন্দা কাটাচ্ছে তাদের দেশে।
বিনিয়োগ সব শেয়ার বাজার ছেড়ে
দিচ্ছে ওদের জোর করে ঠেলে।
আজ দিলে কাল যদি পায় লাভ দিগুণ
তবে ব্যবসা করে কষ্ট করে কি লাভ।
বাঙালী সব লোভী জাতি
লাগাচ্ছে তারা কাজে।
দুই টাকার ফ্রি আল কাতরা পেলে
আড়াইশত টাকার লুঙ্গি পেতে ধরে।
তবে, সব কিছু ঠিকই আছে
এইতো আছি বেশ;
নাইকো সুখের শেষ
সোনার বাংলাদেশ!
আপনি আছেন: জোনাকী > শেয়ার বাজার
শেয়ার বাজার
প্রসঙ্গ কবিতা, জহির রহমান
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন