| সর্বনেশে | গ্রীষ্ম এসে | বষর্শেষে | রুদ্রবেশে |
| আপন ঝোঁকে | বিষম রোখে | আগুন ফোকে | ধরার চোখে। |
| তাপিয়ে গগন | কাঁপিয়ে ভুবন | মাত্ল তপন | নাচল পবন। |
| রৌদ্র ঝলে | আকাশতলে | অগ্নি জ্বলে | জলে স্থলে। |
| ফেল্ছে আকাশ | তপ্ত নিশাস | ছুটছে বাতাস | ঝলসিয়ে ঘাস, |
| ফুলের বিতান | শুকনো শ্মশান | যায় বুঝি প্রান | হায় ভগবান। |
| দারুণ তৃষায় | ফিরছে সবায় | জল নাহি পায় | হায় কি উপায়, |
| তাপের চোটে | কথা না ফোটে | হাপিয়ে ওঠে | ঘর্ম ছোটে। |
| বৈশাখী ঝড় | বাধায় রগড় | করে ধড়্ফড়্ | ধরার পাঁজর, |
| দশ দিক হয় | ঘোর ধুলিময় | জাগে মহাভয় | হেরি সে প্রলয়। |
| করি তোলপাড় | বাগান বাদাড় | ওঠে বারবার | ঘন হুন্কার, |
| শুনি নিয়তই | থাকি থাকি ওই | হাঁকে হৈ হৈ | মাভৈ মাভৈঃ। |













0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন