স্বপ্ন আমার by মোর্শেদা আক্তার মনি

স্বপ্নের রাজ্যে ছিলাম একাকী।
হঠাৎ এসে দেখা দিয়েছ তুমি
পারিনি ফিরাতে তোমাকে আমি।
অনুভবে অভিমানে চেয়েছি আমি
শত কষ্টের কাছাকাছি রবে আমারি
অনিশ্চিত মাত্রায় পা দিয়েছি আমি
এমন যে হয়ে যাবে তাতো ভাবিনী
স্বপ্নের ঘরে আমি একি করেছি’’
ভুল করে আমি তোমাকে চেয়েছি।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন