জানা অজানা - ০৪

আপনি কি জানেন .....

* যখন কোন ডলফিন অসুস্থ থাকে বা আহত হয়, তখন তার চিতকার এবং কান্না শুনে অন্য ডলফিন এগিয়ে আসে যাতে সে পানির উপর গিয়ে দম নিতে পারে।
* এন্টার্টিকা হল একমাত্র মহাদেশ যেখানে কোন রেপ্টাইল বা সাপ নেই।
* এলবাট্রস এর পাখা প্রসারিত করলে তা ১৪ ফুট লম্বা হয়। এরা প্রজনন এর জন্য ২ বছরে মাত্র একবার ভূমিতে আসে। এরা একবারে হাজার মাইল পথ পারি দিতে সক্ষম।
চিতা সর্বোচ্চ ঘন্টায় ৭০ কিমি বেগ এ দৌড়াতে পারে।
* গ্রে হাউন্ড প্রজাতির কুকুর এক লাফে ২৭ ফুট দূরে যেতে পারে।
* সারা বিশ্বে গড়ে প্রতি গাভী দিনে ৪০ গ্লাস করে দুধ দেয়।
* যখন দুটি কুকুর নিজেদের দিকে অগ্রসর হয় তখন অপেক্ষাকৃত ভীতু কুকুরটি ধীরে লেজ নাড়ায়।
* হাতী একমাত্র প্রানী যে লাফ দিতে জানেনা।
* গন্ডারের শিং লোম দিয়ে তৈরী।
* জীরাফ এর কোন কন্ঠনালী নেই।
* ছাগলের চোখের মনি চারকোনা।
সূত্র

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন