ভালবাসি তোমায়


ইতো সেদিন বিকেল বেলা
চুল গুলি সব এলো ছাড়া,
দাঁড়িয়ে আছো একা
ভাবিনি হবে দেখা।।

আমার করা ফুল বাগানে
তুলছো ফুল আপন মনে,
চোখে যখন পড়ল চোখ
লজ্জা পেয়ে কামড়ে ঠোঁট,
আমার পানে চাহি
সরি বলে যাচ্ছো বাগান ছাড়ি।।
ইচ্ছে হলে নিয়ে যা
ইচ্ছে মতো ফুল,
তোমাকে দেখা  হয়ত
মস্ত বড় ভুল।।

মনের কথা বলিতে ব্যাকুল
শুনতে তুমি চাও?
ভালবাসি তোমায় আমি,
শুধু জেনে নাও।।
২২.১২.২০১০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন