ভাঙিবে যদি, হৃদয় আমার তুমি
করিবে যদি খেলা।
আসিলে কেন তবে, মনসাগরে
ভাসায়ে প্রেমের তব ভেলা?
কাঁদাবে তুমি, আমায় যবে
শুধু ভালবাসারই তরে।
বাঁধিলে কেন বলো আমায় তুমি
তোমারই বাহুর ডোরে?
হারায়ে যদি যাবেই তুমি,
হইতে হৃদয় মোর ভিন্ন হৃদয় পুড়ে।
কেন রহিলে আজো আপনা হয়ে
আমারি বুকের জলসাঘরে?
আপনি আছেন: জোনাকী > রহিলে কেন? : মনিরা চৌধুরী
রহিলে কেন? : মনিরা চৌধুরী
প্রসঙ্গ কবিতা, মনিরা চৌধুরী
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন