চীনা বউ by বাদশা মিন্টু

নেবেন নাকি চীনা বউ
বানায় দেবে চীন
আমরা সবাই সস্তাতে পাব
তাইতো গুনছি দিন।
সবার হাতে নামীদামী ব্র্যান্ড
সবকিছু তো চীনা
একটা করে দেশী বউ
সঙ্গে চীনা একটা নেবেন কিনা?
আমরা নিজেরা কিছু না বানায়া
সবই নিচ্ছি বেচে চীনা
এবার বুঝি ভাবার সময়
চীনা বউ কিনবো কিনা!!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন