ভালোবাসার জন্য নয়

জ হয়ত সময়,
ভালোবাসা জন্য নয়,
নয় কিছু পাবার আশায়,
শুধু অনুভবে তোমায় ভাবায়,

তোমার কাল্পনিক ছায়া,
এখনো বারায় মায়া,
তোমার কাল্পনিক হাতের ছোয়া,
আমার হৃদয় ছুয়ে যাওয়া,

তুমি আজ কোথায়, কত দুরে?
তুমি কি আছ আমার স্বপ্নপুরে?
তোমার অনুভুতি আমায় কাঁদায়,
হেই, তুমি আসবে আমায়?

কত কাল দেখিনা তোমায়,
শুধু অনুভবে তোমায় ভাবায়,
মন বলে আছ তুমি আমার পাশে,
আছ তুমি আমায় ভালোবেসে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন