বুঝাতে পারিনা কাউকে

সবাই ভাবে কতটা স্বাভাবিক আমি,
কতটা অপ্রকৃতিস্থ জানি আমি !

সবাই ভাবে সব ভুলে যাই আমি,
অথচ ভুলাটা সহজ নয় জানি আমি !

সবাই ভাবে কতটা নিশাচর আমি,
অথচ কতটা ঘুমকাতুরে জানি আমি !
সবাই জানে কতটা ধূমপায়ী আমি,
অথচ কতটা ঘৃণা করি জানি আমি!

সবাই ভাবে একজন অর্থহীন ভাবি আমি,
অথচ কতটা প্রয়োজন জানি আমি !

সবাই ভাবে কতটা বাস্তববাদী,
অথচ কতটা আবেগপ্রবণ জানি আমি !

সবাই ভাবে তা ভুল জানি আমি,
অথচ কাউকে বুঝাতে পারিনা আমি !
সূত্র

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন